মহেশ দাসকে চেনেন?
মহেশ দাস। ইনি একজন বিখ্যাত ঐতিহাসিক ব্যক্তিত্ব। ভারতের ইতিহাসে মধ্যযুগীয় এক প্রতাপশালী সম্রাটের সঙ্গে এঁর নাম ওতপ্রোত ভাবে জড়িত। বুঝতে পারছেন না তো! যদি বলি, এই মহেশ দাস মুঘল সম্রাট আকবরের সভার একজন অন্যতম সভাসদ ছিলেন! তা-ও বুঝতে পারছেন না? আচ্ছা এ বার বলেই দেওয়া যাক! সম্রাট আকবরের সভার একজন অন্যতম সভাসদ মহেশ দাস ইতিহাসে ‘বীরবল’ নামেই খ্যাত। সম্রাট আকবর মহেশ দাসকে বীরবল আখ্যা দেন।
পরিচালক আশুতোষ গোয়ারিকরের ‘জোধা আকবর’ ছবির একটি দৃশ্যে উঠে এসেছিল কী ভাবে এই মহেশ দাস মুঘল সম্রাট আকবরের সভার একজন অন্যতম সভাসদ ‘বীরবল’ হয়ে উঠলেন। কিন্তু দুর্ভাগ্যবশত ছবি মুক্তির আগে এই দৃশ্যটি ছবি থেকে বাদ পড়ে। তাই দর্শকদেরও আর দেখা হয়নি বা জানা হয়নি এই ঐতিহাসিক অধ্যায়টি। আসুন দেখে নেওয়া যাক ‘জোধা আকবর’-এর সেই বাদ পড়া দৃশ্য আর জেনে নেওয়া যাক কী ভাবে এই মহেশ দাস হয়ে উঠলেন ‘বীরবল’।
আরও পড়ুন:
ঐশ্বর্যা-অভিষেকের ‘অভিমান’?
দেখুন ভিডিও: