বসন্ত মানেই উৎসব। বসন্ত মানেই নাচে-গানে প্রকৃতিকে আবাহন। সেই উপলক্ষে জোকা-র অ্যাম্ফি থিয়েটারে শুরু হয়েছে সঙ্গীতের অষ্টম বার্ষিক সম্মেলন। চলবে রবিবার পর্যন্ত। প্রথম দিন অনুষ্ঠানের সূচনায় ছিলেন আয়োজক সংস্থার নৃত্যশিল্পীরা। এর পর লঘু শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করলেন অর্জুন রায়। সেতারবাদন ছিল পরের অনুষ্ঠান। শিল্পী সপ্তর্ষি হাজরা। তবলায় রূপক ভট্টাচার্য। শেষ অনুষ্ঠান ছিল তন্ময় বসুর তালবাদ্য। আজ, শনিবারের প্রথম অনুষ্ঠান সংস্থার শিল্পীদের নাটক পরিবেশন। দ্বিতীয় অনুষ্ঠানে ভায়োলিন ব্রাদার্স। শেষে লক্ষ্মণদাস বাউলের অনুষ্ঠান।
রবিবারও শুরুতে আয়োজক সংস্থার শিল্পীদের অনুষ্ঠান। তার পরে কণ্ঠসঙ্গীত পরিবেশনে সুপ্রিয় দত্ত। সুপ্রিয়র সঙ্গে তবলায় সহযোগিতা করবেন ইন্দ্রনীল মল্লিক। এর পর তেজেন্দ্রনারায়ণ মজুমদারের সরোদবাদন। তাঁর সঙ্গে তবলায় থাকবেন অরূপ চট্টোপাধ্যায়। শেষ শিল্পী অজয় চক্রবর্তী। তবলায় অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।