Salman Khan Firing case

গুলিকাণ্ডে সলমনের বয়ান রেকর্ড করল মুম্বই পুলিশ, দু’ঘণ্টা ধরে জবানবন্দি আরবাজ়ের

অপরাধ দমন শাখার চার জনের একটি দল পৌঁছয় সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে। চলতি মাসের ৪ তারিখে জবানবন্দি নেওয়া হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১২ জুন ২০২৪ ২০:৫৮
Share:

গুলিকাণ্ড নিয়ে সলমনের জবানবন্দি। ছবি: সংগৃহীত।

সলমন খানের বয়ান রেকর্ড করল মুম্বই পুলিশ। প্রায় চার ঘণ্টা ধরে বয়ান দিলেন বলি অভিনেতা। ভাই আরবাজ় খান বয়ান দিলেন প্রায় দু’ঘণ্টা ধরে। অপরাধ দমন শাখার চার জনের একটি দল পৌঁছয় সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে। চলতি মাসের ৪ তারিখে জবানবন্দি নেওয়া হয়। গুলিকাণ্ডের পর থেকে কঠোর নিরাপত্তার ঘেরাটোপে রয়েছেন সলমন। সারা ক্ষণই ওয়াই ক্যাটেগরির নিরাপত্তার মধ্যে রয়েছেন তিনি। উদ্বেগে সলমনের পরিবার-সহ তাঁর অনুরাগীরাও।

Advertisement

১৪ এপ্রিল, রবিবার ভোর ৫টা নাগাদ গ্যালাক্সির সামনেই পর পর চার রাউন্ড গুলি চলে। শূন্যে গুলি চালিয়ে চম্পট দেয় দু’জন। পরে অস্ত্র উদ্ধার করে মুম্বই পুলিশ। গ্যাংস্টার লরেন্স এবং গোল্ডি ব্রার গোষ্ঠীর কাছ থেকে খুনের হুমকি পাওয়ার পরেই সলমনের নিরাপত্তা বাড়িয়ে ওয়াই প্লাস করা হয়েছিল। তা ছাড়াও এই বলিউড তারকাকে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি দেওয়া হয়। কিছু দিন আগেই সলমন একটি বুলেট প্রতিরোধী গাড়ি কিনেছিলেন।

১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ শিকারকাণ্ডে সলমন খানের নাম জড়িয়েছিল। এর বদলা নিতে সলমনকে খুনের হুমকি দেয় লরেন্স বিষ্ণোই গোষ্ঠী। গত বছর জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) জানিয়েছিল, জেলবন্দি গ্যাংস্টার বিষ্ণোই যে ১০ জনকে খতম তালিকায় রেখেছে, তাঁদের মধ্যে প্রথমেই রয়েছে সলমনের নাম। তার পর থেকেই সলমনকে নানা ভাবে ভয় দেখানোর চেষ্টা করেছে এই গ্যাংস্টার।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement