Sex Racket

Sex Racket: খরিদ্দার সেজে মধুচক্র ফাঁস পুলিশের, উদ্ধার টেলিভিশনের চেনা দুই মুখ

মুম্বইয়ের জুহু এলাকার একটি বিলাসবহুল হোটেল থেকে গ্রেফতার করা হল ৩২ বছর বয়সি এক মডেলকে। পুলিশের আধিকারিকরা জানিয়েছেন, টেলিভিশনের কিছু অভিনেতা এবং মডেলদের নিয়ে মধুচক্র চালাচ্ছিলেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ অগস্ট ২০২১ ১৪:৫৬
Share:

বিলাসবহুল হোটেলে চলছিল মধুচক্র।

মুম্বইয়ের জুহু এলাকার একটি বিলাসবহুল হোটেল থেকে গ্রেফতার করা হল ৩২ বছর বয়সি এক মডেলকে। পুলিশের আধিকারিকরা জানিয়েছেন, টেলিভিশনের কিছু অভিনেতা এবং মডেলদের নিয়ে মধুচক্র চালাচ্ছিলেন তিনি।

বুধবার তল্লাশি চালানোর সময়, একজন টেলিভিশন অভিনেত্রী এবং এক মডেলকে উদ্ধার করে পুলিশ। তাঁরা দু’জনেই বিখ্যাত টেলিভিশন চ্যানেলের সঙ্গে কাজ করেছেন। জানা যাচ্ছে, অতীতে একটি সাবানের বিজ্ঞাপনেও অভিনয় করেছেন তাঁরা। সেই অভিনেতা এবং মডেলকে মধুচক্রে কাজ করানোর জন্য ৪ লক্ষ টাকার চুক্তি সই করেছিলেন গ্রেফতার হওয়া মডেল।

Advertisement

পুরো বিষয়টি অপরাধ দমন শাখার নজরে আসার পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়। জানা যাচ্ছে, এক পুলিশ কর্মী খরিদ্দার সেজে ফোনে সেই চক্রের এক কর্মীর সঙ্গে যোগাযোগ করেন। এর পর তাঁকে মুম্বইয়ের এক পাঁচ তারা হোটেলে ডাকা হয়। সেখানেই সেই ৩২ বছর বয়সি অভিযুক্ত ছিলেন। ছদ্ম পরিচয়ে সেই পুলিশ কর্মী হোটেলে পৌঁছলে তাঁর থেকে এক লক্ষ টাকা চাওয়া হয়। এর পরেই অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। এই মধুচক্র নিয়ে আরও তথ্য পাওয়ার জন্য তাঁর ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। আপাতত বিষয়টিকে আরও খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement