Iman Chakraborty

‘মাল্টিটাস্কার’ ইমন? ড্রাম বাজিয়ে বললেন ‘হেবি ইন্টারেস্টিং...’

শুক্রবারে তাঁকে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন ভূমিকায়, অন্য মেজাজে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২১ ১৪:৫০
Share:

যুগের সঙ্গে তাল মিলিয়ে ‘মাল্টিটাস্কার’ হয়ে উঠছেন গায়িকা?

শনিবারেই ইমন চক্রবর্তীর ‘বসন্ত উৎসব’। তার আগের দিন অর্থাৎ শুক্রবারে তাঁকে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন ভূমিকায়, অন্য মেজাজে। মঞ্চে উঠে গানের মহড়ার বদলে শিল্পী ব্যস্ত ড্রাম বাজানোয়! তা হলে কি নিজের গানে আগামী দিনে নিজেই ড্রাম বাজাবেন? নাকি যুগের সঙ্গে তাল মিলিয়ে ‘মাল্টিটাস্কার’ হয়ে উঠছেন গায়িকা?

উত্তর মিলেছে ইমনের ইনস্টাগ্রাম থেকেই। গানের মহড়া দিতে দিতে তিনি বসেছিলেন ড্রামের সামনে। হাতে তুলে নেন বাজানোর কাঠিও। বাদ্যযন্ত্রীরা উৎসাহ দিতেই তাঁদের দেখানো পথ অনুসরণ করে তালে তালে আস্তে আস্তে বাজাতেও শুরু করেন তিনি। ছন্দে মিলতেই কী খুশি শিল্পী! হাসতে হাসতে বলেই ফেললেন, "হেবি ইন্টারেস্টিং...।" ক্যাপশনেও খুশির ছোঁয়া, ‘নতুন কিছু করার চেষ্টা করছি....মজা পাইসি'!

কয়েক বছর ধরে অনুরাগীদের ইমনের বাসন্তী উপহার গানে গানে ভরা এই বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠিত হবে লিলুয়া পার্কে। যেখানে ভালবাসার গান শোনাবেন মনোময় ভট্টাচার্য, মনোজ মুরলী নায়ার, রাঘব চট্টোপাধ্যায়, রথীজিৎ, অনীক ধর, পটার মতো শিল্পীরা। উপস্থিত থাকবেন বিক্রম ঘোষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement