Ranbir Kapoor

‘লম্পট, ছ্যাঁচড়া’ এ দিকে পর্দায় রাম! রামায়ণে রণবীর কেন, বিতর্কে জড়ালেন মুকেশ!

‘অ্যানিম্যাল’ ছবির পর এ বার ‘রামায়ণ’ ছবিতে রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর। সেখানে একেবারে শান্ত ও সৌম্য তিনি। কিন্তু রণবীরের কিসে আপত্তি মুকেশের?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ১৭:১৯
Share:

রণবীর রাম হতেই উদ্বেগ প্রকাশ মুকেশের। ছবি: সংগৃহীত।

একাই একশো জনকে খতম করছেন। কুড়ুল নিয়ে তেড়ে যাচ্ছেন প্রতিপক্ষের দিকে। চোখের দৃষ্টিতে স্পষ্ট প্রতিশোধস্পৃহা। রক্তাক্ত মুখ। এমন হিংস্র রূপেই ‘অ্যানিম্যাল’ ছবিতে দেখা গিয়েছিল রণবীর কপূরকে। অভিনেতার নির্দ্বিধায় হত্যালীলা চালানোর দৃশ্য দেখেও প্রেক্ষাগৃহ ভরেছিল করতালিতে। ছবি বক্স অফিসে সফল তবু সমালোচনা কম হয়নি রণবীরকে নিয়ে। মাঝে এক বছরের বিরতি। এ বার একেবারে অন্য রূপে ধরা দেবেন অভিনেতা। এ বার ‘রামায়ণ’ ছবিতে রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর। সেখানে একেবারে শান্ত ও সৌম্য তিনি। ধীরোদাত্ত রূপে পর্দায় দেখা যাবে নায়ককে। রণবীরের দুই ছবির মধ্যেকার এমন বৈপরীত্য দেখে উদ্বেগ প্রকাশ করেছেন মুকেশ খন্না।

Advertisement

মুকেশ খন্না ‘শক্তিমান’ ধারাবাহিকের মাধ্যমে খ্যাতি পান দর্শকমহলে। নিজের অভিনীত চরিত্রে যখন রণবীর সিংহকে নেওয়ার কথা উঠল, রাজি হননি মুকেশ। এ বার তাঁর আপত্তি কপূরনন্দন রণবীরকে নিয়ে। তাঁর সাফ কথা ‘অ্যানিম্যাল’- এর পর রামের চরিত্রে পর্দায় রণবীর খুব একটা ইতিবাচক প্রভাব ফেলতে পারবেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে মুকেশ জানান, রামের চরিত্রে অভিনেতা অরুণ গোভিল যা করেছেন তাঁর ধারেকাছে পৌঁছতে পারবেন না কেউ।

মুকেশের কথায়, ‘‘রামের চরিত্রে যিনিই অভিনয় করুন না কেন, তাঁকে দেখলে রামের মুখটা যেন ভেসে ওঠে। রাবণের মতো যেন তিনি দেখতে না হন। বাস্তব জীবনে লম্পট, ছ্যাঁচড়া হলে পর্দাতেও সেটাই প্রতিভাত হবে। রামের চরিত্রে অভিনয় করতে হলে পার্টি করা, মদ খাওয়া সব বন্ধ করতে হবে। নির্মাতাদের অনেক বেশি সচেতন হওয়া উচিত।’’

Advertisement

দু’টি ভাগে মুক্তি পাবে ‘রামায়ণ’। ইতিমধ্যেই প্রথম অংশের শুটিং হয়ে গিয়েছে বলে জানান রণবীর। রামের চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতাও জানান অভিনেতা। দ্বিতীয়ার্ধের ছবির শুটিং শীঘ্রই শুরু হবে। রণবীর বলেছেন, “রামের চরিত্রে অভিনয় করতে পেরে আমি সত্যি কৃতজ্ঞ। এটা আমার কাছে বড় স্বপ্ন ছিল। এই ছবিতে সব কিছু রয়েছে। পরিবার, স্বামী-স্ত্রী সম্পর্কের সমীকরণ— ভারতীয় সংস্কৃতি সম্পর্কে এমন অনেক কিছু শেখাবে এই ছবি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement