ধোনির বায়োপিকে তাঁর চরিত্রকে ভাল ভাবে ফুটিয়ে তুলতে সুশান্ত সিংহ রাজপুতকে কঠিন অধ্যাবসায় করতে হয়েছে। রুপোলি পর্দায় মাহিকে জীবনের ইতিহাস যাতে ঠিক ভাবে ধরা দেয়, তাই কয়েকটা রিয়েল লোকেশনেই শুটিং করেছেন পরিচালক। কিন্তু এখানেই শেষ নয়, ‘এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি’তে অভিনয় করেছেন ধোনির রিয়েল লাইফ শিক্ষিকা। ছবির বিভিন্ন দৃশ্যে ধরা দিয়েছে ধোনি যে স্কুলে পড়েছেন, তার ছবি। টিটি হিসেবে খড়গপুর স্টেশনে দিনের পর দিন কাজ করতেন। সেই স্টেশনও ভীষণ ভাবে গুরুত্ব পেয়েছে এই ছবিতে। ধোনির বায়োপিক নিয়ে ইতিমধ্যেই চরম উন্মাদনা তৈরি হয়েছে। ধোনির আসল শিক্ষিকার অভিনয় নিয়েও উত্সাহী দর্শক। তবে ফোকাসে রয়েছেন সুশান্ত। ছবিতে কতটা তিনি ‘ক্যাপ্টেন কুল’ হয়ে উঠতে পারলেন সেটাই এখন দেখার।