Mrunal Thakur

Mrunal Thakur: একা শাহিদ নয়, ওর গোটা পরিবারের কাছেই আমি ভীষণ ভাবে ঋণী: ম্রুণাল ঠাকুর

একা শাহিদ নয়, অভিনেতার পুরো পরিবারের সঙ্গেই ইতিমধ্যে কাজ করে ফেলেছেন তিনি! সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এ কথা জানালেন ম্রুণাল নিজেই। গোটা পরিবারের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন অভিনেত্রীর? ‘সুপার ৩০‘-এর নায়িকা জানিয়েছেন, প্রত্যেকের কাছেই তিনি নানা ভাবে ঋণী।   

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২২ ১১:৩৮
Share:

শাহিদের গোটা পরিবারের কাছেই ঋণী ম্রুণাল

কোভিডের কোপ, প্রেক্ষাগৃহ বন্ধ থাকার বাধা পেরিয়ে অবশেষে শুক্রবার মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি ‘জার্সি’। তাঁর ঢের আগে থেকেই অবশ্য বলিউডে চর্চায় ম্রুণাল ঠাকুর। কারণ টেলিভিশনের চেনা মুখ, ‘বাটলা হাউস’ ছবির অভিনেত্রী বড় পর্দায় এই প্রথম জুটি বাঁধছেন শাহিদ কপূরের সঙ্গে। তবে একা শাহিদ নয়, অভিনেতার গোটা পরিবারের কাছেই নাকি ঋণী ম্রুণাল। এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন সে কথা। কিন্তু কেন এ কথা বললেন অভিনেত্রী?

Advertisement

শুধু শাহিদ নয়, ইতিমধ্যে তাঁর গোটা পরিবারের সঙ্গেই কাজ করে ফেলেছেন ম্রুণাল! অভিনেত্রী জানান, ‘জার্সি’ ছবিতে তিনি পর্দা ভাগ করে নিয়েছেন শাহিদ এবং তাঁর বাবা পঙ্কজ কপূরের সঙ্গে। এই পরিবারের সঙ্গে তাঁর এই পর্দা সফরের সূত্রপাত অবশ্য আগেই। অভিনেত্রীর কথায়, ‘‘শুরুটা হয়েছিল ‘তুফান’ ছবিতে। তাতে আমার সহ-অভিনেত্রী ছিলেন সুপ্রিয়া পাঠক। শাহিদের সৎমা। এর পরে ‘জার্সি’তে শাহিদ এবং পঙ্কজ স্যর। আমার পরের ছবি ’পিপা’তে কাজ করছি ঈশান খট্টরের সঙ্গে। ও শাহিদের ভাই।’’

গোটা পরিবারের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ম্রুণালের? ‘সুপার ৩০‘-এর নায়িকার দাবি, এক এক জন তাঁকে এক এক রকম ভাবে সমৃদ্ধ করেছেন। আপ্লুত ম্রুণালের কথায়, ‘‘গোটা পরিবারটাই এত গুণী! পঙ্কজ স্যরের কাছে শিখেছি, অভিনয় নিখুঁত করতে কী করে পরিচালকের কাছে নিজেকে পুরোপুরি সমর্পণ করে দিতে হয়। সুপ্রিয়াজি শিখিয়েছেন চোখের ভাষায় কথা বলা। একটা চরিত্রকে কী ভাবে বুঝে, আত্মস্থ করে তাকে ফুটিয়ে তুলতে হয়, তা শাহিদের কাছে শেখা। আর ঈশান আমা প্রতিটা মুহূর্ত উপভোগ করতে শিখিয়েছে। আসলে ওঁরা প্রত্যেকেই ছবিতে একটা বাড়তি মাত্রা যোগ করে দেন। এই পরিবারের সঙ্গে পর্দা ভাগ করতে গিয়ে নিজেকেও যেন নতুন করে চিনেছি! আমি ওঁদের প্রত্যেকের কাছে ঋণী।’’

এক ছবিতে দাদার বিপরীতে, অন্য ছবিতে ভাইয়ের। শাহিদ এবং ঈশান, দু’জনকেই কাছ থেকে দেখেছেন ম্রুণাল। চিনেছেন তাঁদের অভিনয়ের ক্ষমতাকে। ‘জার্সি’র নায়িকা তাই একবাক্যেই বলছেন, ‘‘শাহিদ আর ঈশানের উচিত একসঙ্গে একটা ছবি করা। ওঁরা দু’জনেই এত ভাল অভিনেতা, পর্দাতেও ওঁদের জুটি জমজমাট হবেই!’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement