Mrunal Thakur

যে বিলাসবহুল বাড়ি নিয়ে এত জল্পনা, তার ঠিকানাই জানেন না! বলছেন ম্রুণাল

দক্ষিণে একটি ছবি করেই কেরিয়ারের রেখচিত্র ঊর্ধ্বমুখী। তাই কি বলিউড ছেড়ে পাকাপাকি দক্ষিণেই থাকতে চান ম্রুণাল? তাঁর সদ্য কেনা নতুন বাড়ি নিয়ে জল্পনার শেষ নেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৩ ১৭:৩১
Share:

ম্রুণালের কেরিয়ারে বড় বাঁক এনে দিয়েছে হনু রাঘবপুড়ি পরিচালিত ‘সীতা রামম’। —ফাইল চিত্র

হায়দরাবাদে নাকি বিলাসবহুল এক বাড়ি কিনেছেন ম্রুণাল ঠাকুর! অথচ নতুন বাড়ি নিয়ে কিছু জিজ্ঞাসা করলে চুপ থেকেছেন এত দিন। সম্প্রতি রটেছে, ভালবাসা থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ‘জার্সি’-র অভিনেত্রী। সে ভালবাসা দক্ষিণের ইন্ডাস্ট্রির প্রতি। ২০২২ সালে তামিল ছবি ‘সীতা রামম’ দিয়ে দক্ষিণে আত্মপ্রকাশ করেছেন ম্রুণাল ঠাকুর। দুলকের সলমনের সঙ্গে তাঁর রসায়ন তো বটেই, ম্রুণালের অভিনয়ও মন ছুঁয়ে গিয়েছিল দর্শকের। সব মিলিয়ে দারুণ জনপ্রিয় হয়েছিল ছবিটি।

Advertisement

ম্রুণালের কেরিয়ারেও বড় বাঁক এনে দিয়েছে হনু রাঘবপুড়ি পরিচালিত ‘সীতা রামম’। এর পরই নাকি বাড়ি কেনার সিদ্ধান্ত নেন ম্রুণাল। কানাঘুষো শোনা যাচ্ছিল, দক্ষিণে কাজ করতে গিয়ে তাঁর নাকি এতই ভাল লেগেছে যে মুম্বই ছেড়ে সেখানেই আস্তানা গড়তে চেয়েছেন তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে নতুন বাড়ির বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী। একচোট হেসে বললেন, “হ্যাঁ, অনেক দিন ধরে শুনছি বটে, আমি একটা বাড়ি কিনেছি! আমিও আমার বন্ধুদের বলেই চলেছি, বাড়ির ঠিকানাটা দে ভাই, গিয়ে নিজের বাড়িটা অন্তত দেখে আসি!”

সবাইকে অবাক করে ম্রুণাল জানান, পুরোটাই গুজব। এখনও অবধি বাড়ি কেনেননি তিনি দক্ষিণে। তবে হায়দরাবাদে যে সত্যিই তাঁর বাড়ি কেনার ইচ্ছা রয়েছে সে কথাও স্বীকার করে নিলেন। হায়দরাবাদ শহরের প্রশংসায় উচ্ছ্বসিত ম্রুণাল বললেন, “অসাধারণ শহর। ভীষণ সুন্দর। এখানকার মানুষ, খাবার, ভাষা সব আমার ভাল লাগে। সত্যিই এখানে থাকাটা উপভোগ করি।”

Advertisement

ম্রুণাল আরও জানান, কাজের ক্ষেত্রে বলিউড কিংবা দক্ষিণে কোনও বিভাজন চান না। বহুমুখী অভিনেতা হতে চান, সব ধরনের ছবির যোগ্য হতে চান। অ্যাকশন, কল্পবিজ্ঞান, কমেডি— কোনও কিছুতেই তাঁর আপত্তি নেই। শেষ তাঁকে দেখা গিয়েছিল ‘গুমরাহ’ ছবিতে। বর্তমানে কান চলচ্চিত্র উৎসবে এক সুরা সংস্থার প্রচার-মুখ হয়ে হয়ে রয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement