Mimi Chakraborty

ঋতুচক্র নিয়ে সাংসদ মিমির নতুন প্রকল্প ‘সুকন্যা’

স্কুল থেকেই যেন মেয়েরা তাদের ঋতুচক্র সংক্রান্ত বিষয়ে সচেতন থাকে, সেখানেই যেন তারা এ বিষয়ে যথাযথ শিক্ষা পায়—সে জন্যই  মিমির ‘সুকন্যা’ প্রকল্প।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২০ ১৬:২৫
Share:

ছবি সৌজন্যে ফেসবুক।

মেয়েদের কেবল আত্মরক্ষায় সাবলীল হয়েই থেমে থাকলে চলবে না,স্বাস্থ্যতেও সমান নজর দিতে হবে। এমনটাই মনে করেন যাদবপুরের সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী। নিজের ভাবনাকে বাস্তব চেহারা দিতে অভিনব এক উদ্যোগ নিয়েছেন তিনি। স্কুল থেকেই যেন মেয়েরা তাদের ঋতুচক্র সংক্রান্ত বিষয়ে সচেতন থাকে, সেখানেই যেন তারা এ বিষয়ে যথাযথ শিক্ষা পায়—সে জন্যই মিমির ‘সুকন্যা’ প্রকল্প।

Advertisement

যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন স্কুলে মিমির উদ্যোগে মেয়েদের আত্মরক্ষার পাঠ শেখানো হচ্ছে বেশ কিছু দিন ধরে। সেখানে কিক বক্সিং থেকে ক্যারাটে— সব কিছুই শেখানো হয়। উদ্দেশ্য, মেয়েরা যাতে যে কোনও পরিস্থিতিতেই নিজেদের সুরক্ষিত রাখতে পারে। এ বার তার সঙ্গে তিনি জুড়ে দিলেন ‘সুকন্যা’কে। মেয়েদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতেই এমন উদ্যোগ।

আরও পড়ুন-প্রিয়ঙ্কার সঙ্গে বয়সের পার্থক্য নিয়ে মুখ খুললেন নিক

Advertisement

বৃহস্পতিবার সোনারপুরের অতুলকৃষ্ণ বিদ্যায়তনে একটি আলোচনাসভা আয়োজিত হয়। সেখানে যাদবপুরের ২৬টি স্কুলের প্রতিনিধিরা যোগ দেন। ছিলেন প্রশাসনের বিভিন্ন স্তরের কর্তাব্যক্তিরাও। যৌনাঙ্গে সংক্রমণ-সহ নানাবিধ স্ত্রীরোগ সম্পর্কে সেখানে আলোচনা করা হয়। সাংসদের উদ্যোগে আয়োজিত ওই আলোচনাসভা থেকেই মিমির কাছে বিভিন্ন স্কুলে ‘স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন’বসানোর আবেদন জানানো হয়েছে। ইতিমধ্যেই তাঁর কেন্দ্রের বিভিন্ন স্কুলে ওই মেশিন বসে গিয়েছে। সাংসদ জানিয়েছেন, অন্যান্য স্কুলেও ওই মেশিন বসানো হবে। ঋতুচক্র বিষয়টিকে আজও সমাজ কালো প্যাকেটে বন্দি করে রাখে।সাংসদ মিমি চাইছেন তা নিয়ে সরাসরি কথা হোক।

মিমির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন যাদবপুরের মানুষ। অনেকেই বলছেন, নির্বাচনে জিতে এলাকার মানুষের পাশে বরাবরই থাকার চেষ্টা করেন মিমি। ‘সুকন্যা’র মাধ্যমে তিনি ফের পাশে থাকার বার্তাই দিলেন বলে মনে করছেন তাঁরা।

দেখুন সাংসদ মিমি চক্রবর্তীর সেই পোস্ট...

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement