Nusrat Jahan

শাহরুখ বললেন ‘পলট’... ফিরে চাইলেন নুসরত!

২৫ বছর পরে ৫৫-র বসন্তে নতুন ‘সিমরন’ ধরা দিলেন নাকি ‘রাজ’-এর জীবনে?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২০ ১৬:৪৩
Share:

গ্রাফিক:তিয়াসা দাস

ফিরে দেখার কথা ছিল কাজলের! ২৫ বছর ধরে কর্ণ জোহরের ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ এটাই দেখিয়ে আসছে। শাহরুখ খানের ৫৫তম জন্মদিনে সবটাই কি বদলে গেল? একই ভঙ্গিতে ‘রাজ’ বললেন ‘পলট’। ডাক শুনেই হাসিমুখে ফিরে চাইলেন নুসরত জাহান। চোখে ‘সিমরন’ কাজলের মতোই সপ্রেম দৃষ্টি!

Advertisement

২৫ বছর পরে ৫৫-র বসন্তে নতুন ‘সিমরন’ ধরা দিলেন নাকি ‘রাজ’-এর জীবনে?

একেবারেই নয়। ছবির এসেন্স ধরে রেখে শুধু কাজলের জায়গায় নিজেকে বসিয়ে নিয়েছেন সাংসদ-তারকা। সবাই যখন শাহরুখ খানের ছবির নীচে ‘শুভ জন্মদিন’ লিখে শুভেচ্ছা জানাচ্ছেন, নুসরত হাঁটলেন একদম ভিন্ন আন্দাজে। কলকাতার ব্র্যান্ড অ্যাম্বাসাডর, বলিউড ‘বাদশা’ খানের ছবির ক্লিপিংসকে সামান্য বদলে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ‘এসওএস কলকাতা’র ‘আমান্ডা’।

Advertisement

তাতেই জমে গিয়েছে পুরো ব্যাপারটা। ভিডিয়োর শিরোনামেও চমক #NJSRK। এভাবেই প্রিয় তারকার জন্মদিনে শাহরুখের সঙ্গে নিজেকে জুড়ে নিলেন নুসরত। এই ধরনের মজার ভিডিয়ো প্রায়ই পোস্ট করেন অভিনেত্রী। দিন দুই আগেই তিনি পোস্ট করেছিলেন একটি ক্লিপিংস। যেখানে তিনি আবারও বার্তা দিয়েছেন সর্বধর্মসমন্বয়ের। আল্লা-ঈশ্বরকে একই সঙ্গে আদাব-প্রণাম জানিয়ে।

আরও পড়ুন: টাকার অভাবে প্যারিসে মধুচন্দ্রিমার স্বাদ দার্জিলিঙেই মিটিয়েছিলেন শাহরুখ-গৌরী

এ বছরের পুজোয় রিলিজ করেছে নুসরত জাহান-যশ দাশগুপ্ত-মিমি চক্রবর্তীর 'এসওএস কলকাতা'। যেখানে অন্য ভূমিকায় দেখা গিয়েছে অভিনেত্রীকে। আনন্দবাজার ডিজিটালকে এর আগে এক সাক্ষাৎকারে নুসরত জানিয়েছিলেন, নতুন কিছু করবেন বলেই 'আমান্ডা' চরিত্রটি বেছে নিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement