রহস্য-ভয়ে হ্যালউইন মুড়ে দিলেন মিমি

ফটোশপ করে নিজেকে অশরীরী আত্মায় বদলে ফেলেছেন সাংসদ-তারকা মিমি চক্রবর্তী! সেই ক্লিপিংস দেখে শিহরণের পাশাপাশি মজাও পেয়েছেন নেটাগরিকেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২০ ১৮:২৯
Share:

সাংসদ-তারকা মিমি চক্রবর্তী।

পুজোতেই রহস্য আর গা শিরশিরানি ভয়ের আবহ তৈরি করে দিয়েছিলেন মিমি চক্রবর্তী, দেবালয় ভট্টাচার্যের ‘ড্রাকুলা স্যার’-এর সৌজন্যে। সেই রোমাঞ্চ ষোল কলায় পূর্ণ হ্যালউইন নাইটে। ফটোশপ করে নিজেকে অশরীরী আত্মায় বদলে ফেলেছেন সাংসদ-তারকা! সেই ক্লিপিংস দেখে শিহরণের পাশাপাশি মজাও পেয়েছেন নেটাগরিকেরা। তাঁদের বিস্ময়, অশরীরী এত্তো সুন্দর!

Advertisement

ক্লিপিংসে দুই অবতারে মিমি। প্রথমটিতে তিনি যেন আগুনের মূর্তি। ঠোঁট, চোখ, নাক, মুখ আগুনের শিখায় গড়া। পলক ফেলতেই তাঁর মুখে করোটির আদল। চোখের মণি গাঢ় বেগুনি রঙা। নাকে গালে মাথার খুলির হাড়ের আভাস।

😂😂😂 whatever it is😂

Advertisement

A post shared by Mimi (@mimichakraborty) on

ভিডিয়ো পোস্ট করার সঙ্গে সঙ্গে ভিউয়ার্স ৪৫ হাজারের উপর। ২০২০ অনেক কিছু কেড়ে নিলেও মিমি চক্রবর্তীকে দুটো পুজো রিলিজ উপহার দিয়েছে। একটি অংশুমান প্রত্যুষের ‘এসওএস কলকাতা’। দ্বিতীয়টি ‘ড্রাকুলা স্যার’। যেটি দীপাবলির উপহার হিসেবে হিন্দিতে ডাব হয়ে নতুন করে মুক্তি পেতে চলেছে।

আরও পড়ুন: ৯০ বছর বয়সে ঘুমের মধ্যেই চলে গেলেন ‘জেমস বন্ড’ শন কনারি

এই ছবি দিয়ে অনেক দিন পরে কাজে ফিরলেন সাংসদ-তারকা মিমি চক্রবর্তী। সে কারণে ছবিটি তাঁর কাছে 'স্পেশ্যাল'। মিমির কথায়, ‘‘ছবির গল্প, লুক-ফিল সবটাই ভীষণ অন্য রকম। একটা বড় অংশ সত্তরের দশকের প্রেক্ষাপটে। এই ধরনের ছবি আমি আগে করিনি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement