Tamannaah Bhatia-Vijay Varma break up

তমন্না-বিজয়ের বিচ্ছেদে জড়াল তৃতীয় ব্যক্তির নাম! সেই তারকা নাকি অভিনেত্রীর অতি-ঘনিষ্ঠ

তমন্না বিয়ে করে থিতু হতে চান। কিন্তু বিজয় এখনই রাজি নন। তবে এর মধ্যেই আরও একটি গুঞ্জন ছড়ায়। তমন্না-বিজয়ের বিচ্ছেদের খবর প্রকাশের পিছনে নাকি রয়েছেন এক তৃতীয় ব্যক্তি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ১৬:২০
Share:
An actor convinced Tamannah Bhatia to disclose her break up with Vijay Varma

তমন্না-বিজয়ের বিচ্ছেদে আরও এক ব্যক্তির নাম! ছবি: সংগৃহীত।

দু’বছর একসঙ্গে থাকার পরে বিচ্ছেদ হয়েছে তমন্না ভাটিয়া ও বিজয় বর্মার। বিচ্ছেদ নিয়ে অবশ্য দু’জনেই এখনও নীরব। তমন্না ও বিজয়ের এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, বিয়ে নিয়ে সমস্যা বেধেছিল দু’জনের মধ্যে। তমন্না বিয়ে করে থিতু হতে চান। কিন্তু বিজয় এখনই রাজি নন। তবে এর মধ্যেই আরও একটি গুঞ্জন ছড়ায়। তমন্না-বিজয়ের বিচ্ছেদের পিছনে নাকি রয়েছেন এক তৃতীয় ব্যক্তি।

Advertisement

এই তৃতীয় ব্যক্তির প্রভাবেই নাকি বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন তমন্না। এই তৃতীয় ব্যক্তিটি হলেন দক্ষিণী তারকা চিরঞ্জীবী। তমন্না ও তাঁর পরিবারের খুবই ঘনিষ্ঠ চিরঞ্জীবী। এমনকি, কিছু ক্ষেত্রে তমন্না অভিভাবকের জায়গাও দিয়েছেন চিরঞ্জীবীকে। দক্ষিণী তারকাই নাকি তমন্নাকে পরামর্শ দিয়েছিলেন, বিচ্ছেদের খবর প্রকাশ করার জন্য। এ-ও শোনা গিয়েছে, তমন্নার বাবাও নাকি এই সম্পর্কে রাজি ছিলেন না। তবে সম্পর্ক ভাঙার সঠিক কারণ কোনটি, তা নিয়ে এখনও মুখ খোলেননি প্রাক্তন যুগল।

যদিও এক জ্যোতিষী দাবি করেছেন, এখনও পরস্পরকে ভালবাসেন তমন্না ও বিজয়। পরস্পরের সান্নিধ্যও তাঁরা পছন্দ করেন, তাই একই জায়গায় রং খেলেছিলেন তাঁরা। রবীনা টন্ডনের বাড়িতে তাঁর মেয়ে রাশার সঙ্গে চুটিয়ে রং খেলেছেন দু’জনে। কিন্তু আলাদা আলাদা ভাবে। জ্যোতিষীর মতে, তাঁদের ফের মিলনের সম্ভাবনাও নাকি রয়েছে।

Advertisement

দীর্ঘ দিন সম্পর্কে ছিলেন তমন্না ও বিজয়। ‘লাস্ট স্টোরিজ় ২’ ছবিতে অভিনয় করতে গিয়ে দু’জনের প্রেম শুরু। সেই ছবিতে একটি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছিলেন তাঁরা। সেই রসায়নও দর্শকের পছন্দ হয়েছিল। বিভিন্ন অনুষ্ঠানে পরস্পরের হাতে হাত রেখে তাঁরা পৌঁছে যেতেন। তাঁদের রসায়নেও মুগ্ধ ছিলেন অনুরাগীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement