Shah Rukh Khan

শাহরুখের বিদেশের বাড়িতে রাত কাটানোর সুযোগ, তার জন্য খরচ হবে কত লাখ?

আমেরিকার লস অ্যাঞ্জেলেসে তাঁর যে বাড়ি রয়েছে, সেটি ভাড়া দেন শাহরুখ। অবসর যাপন করতে সেই বাড়িতে থাকতে পারেন যে কেউ। তার জন্য কত টাকা খরচ হবে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৫ ১৫:৫৬
Share:
শাহরুখের বাড়িতে থাকার প্রতি রাতে খরচ কত?

শাহরুখের বাড়িতে থাকার প্রতি রাতে খরচ কত? ছবি: সংগৃহীত।

বিশ্বের ধনী তারকাদের মধ্যে অন্যতম শাহরুখ খান। পৃথিবীর বিভিন্ন শহরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাঁর বাড়ি। যদিও তাঁর মুম্বইয়ের বাড়ি মন্নত সেই শহরের প্রায় দর্শনীয় স্থানের তকমা আদায় করেছে। ভারত ছাড়া দুবাই, লন্ডন, ক্যালিফোর্নিয়া-সহ একাধিক শহরে তাঁর বাড়ি রয়েছে। আমেরিকার লস অ্যাঞ্জেলেসে তাঁর যে বাড়ি রয়েছে, সেটি ভাড়া দেন শাহরুখ। অবসর যাপন করতে সে বাড়িতে থাকতে পারেন যে কেউ। তার জন্য কত টাকা খরচ হবে?

Advertisement

শাহরুখের লস অ্যাঞ্জেলেসের বাড়ির নাম ‘গ্র্যান্ড ভ্যাকেশন ভিলা’। সান্তা মনিকা থেকে পাঁচ মিনিটের হাঁটা পথ। এই বাড়ি সাদা ও বেজ রঙের থিমে সজ্জিত। বৈঠকখানার ঘরে বিরাট সোফা, এক পাশে বই পড়ার ব্যবস্থা। বাড়ির বিভিন্ন দেওয়াল সজ্জিত বিরাট বিরাট দামি আয়নায়। রয়েছে তাকলাগানো সব ঝাড়বাতি। এ ছাড়াও রয়েছে জাকুজি, সুইমিং পুল। মোট ছ’কামরার এই ভিলাতে মাঝেমধ্যে অবসর কাটাতে আসেন বলিউডের বাদশা। অভিনেতার এই বাড়িতে তাই থাকার খরচ নেহাত কম নয়। এই বাড়ির প্রতি রাতে ভাড়া ১ লক্ষ ৯৬ হাজার টাকা। অনুষ্কা শর্মার সঙ্গে যখন ‘হ্যারি মেট সেজ়ল’ ছবির শুটিং করছিলেন, সেই সময় বেশ অনেকটা সময় পুরো টিমের সঙ্গে এই বাড়িতেই কাটিয়েছিলেন শাহরুখ।

এ দিকে শাহরুখ সম্প্রতি তাঁর বান্দ্রার সমুদ্রমুখী বাড়ি থেকে বেরিয়ে মুম্বইয়ের পালি হিলের একটি আবাসনে গিয়ে উঠেছেন। বিরাট অঙ্ক দিয়ে ভাড়া নিয়েছেন সেই আবাসন। মন্নত’-এর অন্দরসজ্জা নাকি একেবারে বদলে যাবে। সেই সংক্রান্ত কাজ শুরু হবে বাড়িতে। তাই আপাতত ওই বাড়ি ছেড়ে পালি হিলের বাড়িতে থাকবে খান পরিবার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement