Mouni Roy

খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন মৌনি! পাত্র কে?

বরুণ ধবনের পর সাত পাক ঘুরতে চলেছেন অভিনেত্রী মৌনি রায়ও। ইন্ডাস্ট্রির কানাঘুষো তেমনটাই বলছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২১ ১৩:২০
Share:

মৌনি রায়।

বলিউডে বিয়ের মরশুম। বরুণ ধবনের পর সাত পাক ঘুরতে চলেছেন অভিনেত্রী মৌনি রায়ও। ইন্ডাস্ট্রির কানাঘুষো তেমনটাই বলছে।

জানা যাচ্ছে, দুবাইয়ের ব্যবসায়ী সুরজ নাম্বিয়ারের প্রেমে বুঁদ বলিউডের বঙ্গতনয়া। করোনা অতিমারির জেরে সারা বিশ্ব যখন প্রায় অচল, তখনই মৌনির প্রেমের সূচনা। লকডাউনে নিজের দিদি-জামাইবাবু এবং তাঁদের পরিবারের সঙ্গে দুবাইতে থাকাকালীন সুরজের প্রেমে পড়েন মৌনি। দু’জনেই সম্পর্কের পরিণতির দি্কে চেয়ে এ বার একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন।

নিজের সোশ্যাল মিডিয়ায় সুরজের পরিবারের ছবি পোস্ট করে মৌনি তাঁদের সম্পর্ককে জনসমক্ষে স্বীকৃতি দিয়েছেন। শুধু তাই নয়, সুরজের মা-বাবাকে তিনিও একই ডাকে সম্বোধন করেছেন। মৌনির ঘনিষ্ঠ বৃত্তের একজন বলেছেন, “সুরজের মা-বাবার সঙ্গে মৌনির সুসম্পর্ক, ওর বিয়ের সিদ্ধান্তকে ত্বরান্বিত করেছে।”

তবে লকডাউনের আগেও বেশ কয়েক বার সুরজের সঙ্গে মৌনির প্রেমের গুঞ্জন শোনা গিয়েছে। কিন্তু সেই সময় মৌনি এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছিলেন। জানিয়েছিলেন, একমাত্র ‘সঠিক মানুষ’কে খুঁজে পেলেই, প্রেমের সম্পর্কে জড়ানোর কথা চিন্তা করবেন তিনি। ২০১৯ সালে মৌনি বলেছিলেন, “আমি তো যার তার সঙ্গে ডেট করতে শুরু করব না। এই মুহূর্তে আমার কাছে যে নতুন দরজা(সিনেমা) খুলে গিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। নিজের সবটা সেখানে না ঢেলে দিয়ে এমন সুযোগ আমি নষ্ট করতে চাই না।”

Advertisement

A post shared by mon (@imouniroy)

২০১৮ সালে অক্ষয় কুমারের বিপরীতে ‘গোল্ড’ ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন মৌনি। এর পর রাজকুমার রাওয়ের বিপরীতে ‘মেড ইন চায়না’ ছবিতেও দেখা যায় তাঁকে। অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে রণবীর-আলিয়ার সঙ্গে দেখা যাবে তাঁকে।

Advertisement

আরও পড়ুন: পূজা ভট্টের সঙ্গে লিভ ইন থেকে কঙ্কনার সঙ্গে বিচ্ছেদ, ব্যক্তিগত জীবনেও স্থায়িত্ব নেই রণবীরের

কঙ্গনা রানাউতের বিরুদ্ধে চুরির অভিযোগ! ‘রানি’কে হস্তগত করে বড় বিতর্কে ‘কুইন’​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement