Sourav Das

মাতৃদিবস সৌরভের কাছে বিশেষ দিন নয়, তার কারণ জানালেন খোদ অভিনেতা

সৌরভ এবং তাঁর মা মনে করেন, মায়েদের ভালবাসাকে ‘আত্মত্যাগ’-এর ভাবনায় বাঁধা যায় না।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ মে ২০২১ ২৩:২৫
Share:
Advertisement

মায়েদের প্রবৃত্তি নিয়ে কথা বললেন সৌরভ দাস এবং তাঁর মা। মাতৃদিবস অভিনেতার কাছে বিশেষ দিন নয়। তাঁর মতে, প্রত্যেক দিন মায়ের দিন। মায়ের জন্য তিনি আজ এই পৃথিবীতে। প্রতিটা মুহূর্ত মায়ের জন্য বরাদ্দ করলেন সৌরভ।

জীবনের কঠিন সময়ে তাঁর মা তাঁর পাশে দাঁড়িয়ে ছিলেন বলেই আজ তিনি এগিয়ে চলেছেন। পেরিয়ে আসতে পেরেছেন সেই অন্ধকার। সেই সময়টার কথা মনে করলেন অভিনেতা, যখন তাঁর এবং তাঁর বোনের একটি ভিডিয়ো নিয়ে তোলপাড় গোটা নেটমাধ্যম। সৌরভ জানালেন, ‘‘আমার মা, দিদা, বোনের উপর নির্ভরশীল আমরা বাকিরা। আমাদের পরিবারে প্রত্যেক মহিলাই মানসিক ভাবে খুব শক্ত।’’

Advertisement

সৌরভ এবং তাঁর মা মায়েদের ভালবাসাকে ‘আত্মত্যাগ’-এর ভাবনায় বাঁধতে চান না। এটি যেন তাঁদের প্রবৃত্তি। তাই তাঁদের বক্তব্য, ‘‘যে ছেলে তাঁর মাকে ছেড়ে চলে যায়, সেই মা-ও ছেলের কথাই ভাবে। এটাই যেন চলে আসছে। মায়েরা আত্মত্যাগ ভেবে কিছু করেন না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement