Neena Gupta

Neena-Masaba: পুরুষদের প্রতি আকর্ষণ বাড়ছে নীনার, মা’র হরমোনের মাত্রা নিয়ে চিন্তায় মাসাবা

পর্দায় ফিরছেন মা-মেয়ে জুটি। মাসাবার পুরুষ বন্ধুদের প্রতি আকর্ষণ বাড়ছে নীনার। চিন্তিত মাসাবা।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১৬ জুলাই ২০২২ ১৬:০৭
Share:

পর্দায় ফিরছেন মা-মেয়ে জুটি। নীনা গুপ্তা-মাসাবা গুপ্তা। আর এই জুটি মানেই প্রচলিত ধারাকে বুড়ো আঙুল দেখিয়ে নতুন ভাবনার জন্ম। তাতেই উত্তেজনার পারদ চড়তে থাকে। এই উত্তেজনা বাড়িয়ে দিয়েছে ‘মাসাবা মাসাবা সিজন-২’-এর প্রথম ঝলক, যেখানে মা নীনা একজন পুরুষের সম্পর্কে উত্তেজক মন্তব্য করছেন, সেই মন্তব্য শুনে মায়ের শরীরের হরমোনের মাত্রা পরীক্ষা করার পরামর্শ দিচ্ছেন মাসাবা।‘মাসাবা মাসাবা সিজন-২’ পর্দায় ফিরছে অন্য ভাবনা নিয়ে। মা-মেয়ে দু’জনেই মনে করছেন কর্মজগতে নতুন কিছু করার এটাই সঠিক সময়। এক দিকে নীনা তাঁর অতীতের জনপ্রিয় একটি শোকে আবার নতুন মোড়কে পরিবেশন করতে চাইছেন, অপর দিকে মেয়ে মাসাবা পুরনো অতীতকে পিছনে ফেলে তাঁর ব্র্যান্ড এবং নিজের ভবিষ্যতের দিকে মনোনিবেশ করার সিদ্ধান্ত নিয়েছেন৷

Advertisement

এই পর্বে মাসাবাকে ফ্যাশন জগতে আধিপত্য করার প্রস্তুতি নিতে দেখা যাবে। দু’জন সুদর্শন পুরুষ ও উত্তেজনায় টগবগ করে ফুটতে থাকা মাকে নিয়ে মাসাবার কাছে ‘মাসাবা মাসাবা সিজন-২’ ক্রমশ চ্যালেঞ্জিং হয়ে উঠবে। প্রেম, কাজ, জীবনের মধ্যে ভারসাম্য কি বজায় রাখতে পারবেন মাসাবা, নাকি বিভ্রান্তি, শোক, উদ্বেগ ও প্রতিযোগিতায় আরও অসহায় হয়ে পড়বেন? উত্তর দেবে ‘মাসাবা মাসাবা সিজন-২’। নতুন সিজন নিয়ে কতটা আশাবাদী মাসাবা এই প্রশ্নের উত্তরে মুম্বই সংবাদ সংস্থাকে মাসাবা বলেন, ‘‘করোনা এবং সিজন-১ থেকে ঘটে যাওয়া সমস্ত ঘটনার পরে সিজন-২-এর খুব প্রয়োজন ছিল। এই সিজনে অনেকগুলি ভিন্ন পর্যায় রয়েছে। এই সিজনের গল্প শুধুমাত্র আমার মা এবং আমাদের জীবন পুনরুদ্ধার করা নয়, এটি আমাদের চারপাশের পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ারও গল্প। সিজন-২ আমাকে হাসিয়েছে, কাঁদিয়েছে এবং আমার ভিতরের উষ্ণতাকে জাগিয়ে তুলেছে। আমার বিশ্বাস দর্শকদেরও একই অনুভূতি হবে।’’

সোনম নায়ার্ড পরিচালিত, ভিনিয়ার্ড ফিল্মস প্রয়োজিত এই সিরিজে অভিনয় করছেন নীনা গুপ্ত, মাসাবা গুপ্ত, রাম কপূর, বরখা সিংহ, লীল ভূপালম, রায়তাশা রাঠোর, কুশা কাপাডিয়া, আরমান খেরা ও করিমা বেরী। নতুন সিজন মু্ক্তি পাবে ২৯ জুলাই, নেটফ্লিক্সে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement