Web Content

Web Series: ওয়েব সিরিজে মোশারফ-মিথিলা, রসায়ন জমজমাট

মোশারফ-মিথিলা অভিনীত ওয়েব সিরিজটির নাম ‘রিয়ারভিউ’। পরিচালক রায়হান খান। প্রযোজক 'হইচই'।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২১ ১৩:১৫
Share:

মোশারফ করিম এবং রাফিয়াত রশিদ মিথিলা

টিভি নাটকে কাজ করেছেন তাঁরা অনেক বার। চলচ্চিত্রে এখনও একসঙ্গে অভিনয় না করলেও একটি ওয়েব সিরিজে এই প্রথম চুক্তিবদ্ধ হলেন দু'জনে। একজন এই মুহূর্তে দুই বাংলার অন্যতম সাড়া জাগানো অভিনেতা মোশারফ করিম। অন্যজন আলোচিত অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। বাংলাদেশি অভিনেত্রী মিথিলা পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। দাপটের সঙ্গে কাজ করছেন দুই বাংলাতেই।

Advertisement

মোশারফ-মিথিলা অভিনীত ওয়েব সিরিজটির নাম ‘রিয়ারভিউ’। পরিচালক রায়হান খান। প্রযোজক 'হইচই'।

ইতিমধ্যে 'হ‌ইচ‌ই' প্রযোজিত আরেকটি ওয়েব সিরিজ 'মহানগর'-এ অভিনয় করে সাড়া ফেলে দিয়েছেন মোশারফ করিম। সর্বত্র‌ই প্রশংসিত 'মহানগর'। সিরিজটি পরিচালনা করেন আশফাক নিপুণ।

Advertisement

মিথিলার অবশ্য ওয়েব সিরিজে এই প্রথম কাজ। সম্প্রতি প্রসেনজিতের সঙ্গে ‘আয় খুকু আয়’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি, যেটি প্রযোজনা করবেন টলিউড নায়ক জিৎ।

মোশারফ-মিথিলার রসায়ন কেমন জমবে, তা দেখার অপেক্ষায় অধীর দু'জনের‌ই ভক্তকুল।

এ দিকে মোশারফ করিমের নতুন ছবি ফজলুল কবীর তুহিন পরিচালিত 'বিলডাকিনী’-তে অভিনয়ের জন্য বাংলাদেশ যাচ্ছেন এ বাংলার পার্নো মিত্র। সূত্রের খবর, ১২ ডিসেম্বর ঢাকা পৌঁছবেন পার্নো। তার পর যাবেন নওগাঁয়। সেখানেই ১৩ ডিসেম্বর থেকে চলবে মোশারফ-পার্নোর শুটিং।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement