Television

‘কৃষ্ণকলি’কে ছাপিয়ে প্রথম ‘মোহর’, একই স্থানে ‘রাণী রাসমণি’

রেটিং-য়ে কোন ধারাবাহিক সপ্তাহের সেরা? রইল তারই হদিস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২০ ২২:০২
Share:

ধারাবাহিকের নায়িকারা।

এক সপ্তাহেই বদলে গেল সমস্ত হিসাব। গতবারেও অপ্রতিরোধ্য ছিল জি বাংলার ‘কৃষ্ণকলি’। টানা কয়েক সপ্তাহ ‘ফার্স্ট’ হয়ে। চলতি সপ্তাহের রেটিং বলছে, সেই জায়গা দখল করেছে স্টার জলসার ‘মোহর’। যার রেটিং ১১.২। ১০.৯ পেয়ে এক ধাপ পিছিয়ে দ্বিতীয় ‘কৃষ্ণকলি’। একই নম্বর পেয়ে ‘রাণী রাসমণি’ এ বারেও তৃতীয়। রেটিং কমেছে ‘খড়কুটো’-র। অন্য ধারাবাহিকগুলিও একচুল তফাতে এগিয়ে-পিছিয়ে রয়েছে আগের সপ্তাহের তুলনায়। সেই অনুযায়ী পরপর উঠে এসেছে ‘সাঁঝের বাতি’, ‘খড়কুটো’, ‘যমুনা ঢাকি’, ‘শ্রীময়ী’, ‘ভাগ্যলক্ষ্মী’। ভাল ফল করে দশম স্থানে ‘মহাপীঠ তারাপীঠ’। উল্লেখযোগ্য ভাবে লড়াইয়ে ফিরেছে ‘প্রথমা কাদম্বিনী’। শুরু থেকে রেটিং ৪-এর ঘরে থাকার পর এই সপ্তাহেই ধারাবাহিকের সংগ্রহ ৫.৩!

Advertisement

জনপ্রিয় ধারাবাহিক গুলোর রেটিং চার্ট।

গ্রাফিক চিত্র: শৌভিক দেবনাথ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement