তাঁর কেরিয়ারের ধূমকেতুর মতো উত্থান দেখে দুঃস্বপ্নেও ভাবা যায়নি মাত্র ৩৭ বছর বয়সে তিনি নিজেই নিজেকে শেষ করে দেবেন। সুশান্ত সিংহ রাজপুতের মতোই রহস্যমৃত্যু হয়েছিল মডেল বিবেকা বাবাজির।
বিবেকার বাবা ছিলেন হায়দরাবাদি। মা ছিলেন মহারাষ্ট্রের মেয়ে। তবে কর্মসূত্রে তাঁরা থাকতেন মরিশাসে। সেখানে পোর্ট লুই শহরে ১৯৭৩-এর ২৭ মে জন্ম বিবেকার।
নব্বইয়ের দশকে মডেলিংয়ে কেরিয়ার তৈরির আশায় বিবেকা চলে এসেছিলেন ভারতে। অল্পবিস্তর মডেলিং করার পরে তিনি প্রথম নজর কাড়েন কন্ডোমের বিজ্ঞাপনে।
ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন বলিউডের জনপ্রিয় মডেলদের মধ্যে একজন। দেশের প্রথমসারির ডিজাইনার রিতু কুমার, আবু জানি, সন্দীপ খোসলা, তরুণ তরুণ তহিলিয়ানী সঙ্গে কাজ করেছেন বিবেকা।
২০০৯-এ তিনি নিজের সংস্থা শুরু করেছিলেন। নাম দিয়েছিলেন ‘ক্রিম ইভেন্টস’। সঙ্গী ছিলেন তাঁর সে সময়কার প্রেমিক কার্তিক জোবনপুত্র।
প্রেম ভেঙে যাওয়ার পরে সংস্থা থেকে সরে এসেছিলেন বিবেকা। পরের বছর তিনি নিজের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাও শুরু করেছিলেন।
ব্যবসায়িক কাজের পাশাপাশি পর্দাতেও নিয়মিত ছিলেন বিবেকা। দালের মেহন্দির ‘বুম বুম’, হরভজন মানের ‘হায় মেরি বিল্লো’ মিউজিক অ্যালবামে নজর কেড়েছিলেন বিবেকা।
সঞ্চালনার কাজও করেছিলেন এফ টিভিতে। মডেলিং, সঞ্চালনার পাশাপাশি শুরু হয় অভিনয়ও। ২০০২ সালে মুক্তি পায় বিবেকার প্রথম ও একমাত্র ছবি ‘ইয়ে ক্যায়সি মহব্বত’।
এই ছবিতে বিবেকার সহ কুশীলব ছিলেন দীপক তিজোরি, কৃষ্ণা অভিষেক এবং মুকেশ ঋষি। বক্স অফিসে সেরকম সাফল্য না পেলেও বিবেকার অভিনয় সবার চোখে পড়েছিল।
২০১০-এর ২৫ জুন মুম্বইয়ের বান্দ্রায় বিবেকার নিজের ফ্ল্যাটে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। পুলিশের তদন্তে পরে দিন উদ্ধার হয় বিবেকার ডায়েরি।
পুলিশ জানিয়েছে, সেখানে শেষ লেখায় বিবেকা লিখেছিলেন, ‘তুমি আমায় মেরে ফেলেছ, গৌতম বোহরা’। শেয়ার ব্যবসায়ী গৌতমের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বিবেকার।
গৌতমের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার কারণে বিবেকা অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন বলে পুলিশের ধারণা। যদিও তাঁর আর এক প্রাক্তন প্রেমিক রোহিত যুগরাজ বলেছিলেন, বিবেকার মতো মেয়ে অবসাদের শিকার হতে পারেন না।
বিবেকার ফ্ল্যাটের প্রতিবেশীরা জানিয়েছিলেন, ওই ঘটনার কয়েক দিন আগেই গৌতমের সঙ্গে বিবেকার তীব্র বাদানুবাদ হয়েছিল।
তাঁর নিথর দেহ যখন উদ্ধার করা হয়, তখন ফ্ল্যাটে রান্নার গ্যাসের তীব্র কটু গন্ধ পাওয়া গিয়েছিল। পুলিশের ধারণা, রান্নার গ্যাস সিলিন্ডার অন করে সিলিং ফ্যান থেকে গলায় দড়ি দিয়ে ঝুলে আত্মঘাতী হন এই মডেল।
বিবেকার অপমৃত্যু সে সময় চাঞ্চল্য তৈরি করেছিল সংবাদমাধ্যমে। জেরা করা হয়েছিল গৌতমকেও। তবে এক সময় চাপা পড়ে যায় এই অপমৃত্যু কাণ্ড। সুশান্ত সিংহ রাজপুতের অকালমৃত্যুতে আবার বলিউডে ভেসে উঠেছে বিবেকার কথা।
এই ঘটনার দু’ বছর পরে, ২০১২ সালে অন্য একটি জোড়া খুনের মামলায় গ্রেফতার করা হয়েছিল পেশায় শেয়ার ব্যবসায়ী গৌতমকে।