Mithai

প্রাপ্ত নম্বর কমলেও ‘মিঠাই’-ই সেরা, পঞ্চম স্থানে ‘খড়কুটো’

রেটিং চার্টের নম্বর অনুযায়ী ‘মোহর’-এর সঙ্গে পিছনের সারিতে চলে এসেছে ‘সাঁঝের বাতি’ও। এদের সংগ্রহ যথাক্রমে ২.৫, ২.০।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২১ ১৭:৫৫
Share:

দর্শকদের পছন্দের তালিকায় ‘মিঠাই’।

জি বাংলার ‘মিঠাই’ ধারাবাহিকের জয়যাত্রা অব্যাহত। চলতি সপ্তাহেও ধারাবাহিকটি ‘বাংলার সেরা’ এবং ‘সপ্তাহের সেরা’ হয়েছিল। চলতি সপ্তাহে ১০ এর মধ্যে তার প্রাপ্ত নম্বর ছিল ৮.৮ । ৮.১ পেয়ে দ্বিতীয় স্থানে ‘অপরাজিতা অপু’। দীপু-অপুর বিয়ের পর্ব এ বারেও ধারাবাহিকে এগিয়ে নিয়ে এসেছে। ৭.৭ পেয়ে তৃতীয় ‘কৃষ্ণকলি’। ৭.৬ পেয়ে চতুর্থ স্থান দখল ‘শ্রীময়ী’-র। পঞ্চমে ‘খড়কুটো’। তার সংগ্রহে ৭.৫।

Advertisement

রেটিং চার্টের নম্বর অনুযায়ী ‘মোহর’-এর সঙ্গে পিছনের সারিতে চলে এসেছে ‘সাঁঝের বাতি’ও। এদের সংগ্রহ যথাক্রমে ২.৫, ২.০।
এ বারেও ‘সপ্তাহ সেরা’ চ্যানেল জি বাংলা। চ্যানেলের সংগ্রহে ৬০৭। স্টার জলসা পেয়েছে ৫৯০ নম্বর। বাকিরা কে কোথায়? চোখ রাখুন চার্টে-

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement