‘মিঠাই’-কে টপকে যাওয়ার সাধ্য আপাতত বাকি কোনও ধারাবাহিকের নেই।
ধারাবাহিক ‘মিঠাই’-এর প্রতিদ্বন্দ্বী আপাতত ‘মিঠাই’ নিজেই। তাকে টপকে যাওয়ার সাধ্য আপাতত বাকি কোনও ধারাবাহিকের নেই। কোনও সপ্তাহে নম্বর কমলে পরের সপ্তাহেই সেই খামতি পূরণ করে নিচ্ছে ‘মিঠাই’। গত সপ্তাহে যেমন তার প্রাপ্ত নম্বর ছিল ৯.৬। এ বারেই তা বেড়ে ১০.৯। পাশাপাশি, এ সপ্তাহেও রেটিং তালিকার প্রথম ছ’টি আসন জি বাংলা-র দখলে।
রেটিং বলছে, এ বারেও দ্বিতীয় স্থানে যমুনা ঢাকি। প্রাপ্ত নম্বর ৮.৫। নতুন ধারাবাহিক তৃতীয় ‘উমা’ ৮.১ পেয়ে। তার দাপটে কোণঠাসা ‘অপরাজিতা অপু’। নেমে এসেছে চতুর্থ স্থানে। ৭.৮ পেয়ে যুগ্ম চতুর্থ ‘অপু’ আর ‘রাসমণি’। গত কয়েক সপ্তাহে প্রথম পাঁচ থেকে ছিটকে গিয়েছিল দেবশ্রী রায় অভিনীত ‘সর্বজয়া’। ৭.৬ নম্বর পেয়ে এ সপ্তাহে আবার সে পঞ্চম।
মোট নম্বরে চলতি সপ্তাহে চুলচেরা তফাতে স্টার জলসা ও জি বাংলা। ৬০৯ নম্বর পেয়েছে স্টার জলসা। জি বাংলার ঝুলিতে ৬০৭। বাকিরা কে কোথায়? চোখ রাখুন চার্টে---
গ্রাফিক: শৌভিক দেবনাথ।