TRP Ratings

TV Serial: অপ্রতিরোধ্য ‘মিঠাই’, ‘সেরা ৫’-এ ‘খড়কুটো’, এগিয়েছে ‘মহাপীঠ তারাপীঠ’

দর্শকদের মনে জমে ওঠা একের পর এক প্রশ্ন ফের ‘বাংলা সেরা’ বানিয়েছে ‘মিঠাই’ ধারাবাহিককে। এই ধারাবাহিক পেয়েছে ১১.৯ নম্বর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মে ২০২১ ২১:০৮
Share:

ফের ‘বাংলা সেরা’ হল ‘মিঠাই’।

সিদ্ধার্থ-মিঠাইয়ের ডিভোর্স হবে কি হবে না? তোর্সার মা রেবতী বিবাহবিচ্ছিন্ন। তাই কি তিনি বুঝতে পারছেন না মিঠাইয়ের যন্ত্রণা? দর্শকদের মনে জমে ওঠা একের পর এক প্রশ্ন ফের ‘বাংলা সেরা’ বানিয়েছে ‘মিঠাই’ ধারাবাহিককে। এই ধারাবাহিক পেয়েছে ১১.৯ নম্বর। ৯.৯ পেয়ে দ্বিতীয় ‘অপরাজিতা অপু’। ৮.৮ পেয়ে জোড়া তৃতীয় ‘যমুনা ঢাকি’, ‘কৃষ্ণকলি’। চতুর্থ হয়েছেন ‘রানিমা’। তাঁর সংগ্রহে ৮.১ নম্বর। গত সপ্তাহে সেরা ৫-এর তালিকা থেকে ছিটকে গিয়েছিল খড়কুটো। শ্বশুরবাড়ির সদস্যদের মিথ্যে দোষারোপে গুনগুন ফিরছে বাবার কাছে। ধারাবাহিকে মোচড় আসতেই ৭.৪ পেয়ে পঞ্চমে ‘খড়কুটো’।

Advertisement

গ্রাফিক : শৌভিক দেবনাথ

এ সপ্তাহে ২ চ্যানেলের নম্বরের ফারাক আরও বেড়েছে। জি বাংলা পেয়েছে ৬২৫। স্টার জলসা ৫৯৫। বাকিরা কে কোথায়? চোখ রাখুন চার্টে—

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement