Mithai

Rating Chart: থমকে গেল ‘সর্বজয়া’ দেবশ্রীর জয়যাত্রা! যুদ্ধে তাঁকে হারিয়ে দিল ‘মিঠাই’

চলতি সপ্তাহে চ্যানেলের নম্বরেও বড় ফারাক। জি বাংলার মোট নম্বর ৭০২। স্টার জলসা পেয়েছে ৬৪৭। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২১ ১৫:২৪
Share:

‘মিঠাই’ এবং ‘সর্বজয়া’-র টক্কর

চলতি সপ্তাহের রেটিং চার্টে বড় বিপর্যয়! ৭.৭ পেয়ে এক ধাক্কায় ষষ্ঠ স্থানে পিছিয়ে গেল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘সর্বজয়া’। পাশাপাশি, এ বারেও তার জায়গা ধরে রেখেছে ‘মিঠাই’। ১১.৩ নম্বর পেয়ে চলতি সপ্তাহেও ‘বাংলা সেরা’ এই ধারাবাহিক। ৮.৯ পেয়ে দ্বিতীয় স্থানে ‘অপরাজিতা অপু’। তৃতীয় স্থানে উঠে এসেছে ‘কৃষ্ণকলি’। তার প্রাপ্ত নম্বর ৮.৭। ৮.৩ পেয়ে চতুর্থ স্থানে ‘যমুনা ঢাকি’।

Advertisement

৮.২ পেয়ে পঞ্চমে ‘রাণী রাসমণি’। ‘সর্বজয়া’র পাশাপাশি ষষ্ঠ স্থানের দাবিদার আরও দু’টি ধারাবাহিক। ৭.৭ পেয়ে একই স্থানে রয়েছে স্টার জলসার ‘খড়কুটো’ এবং ‘ধুলোকণা’।

চলতি সপ্তাহে চ্যানেলের নম্বরেও বড় ফারাক। জি বাংলার মোট নম্বর ৭০২। স্টার জলসা পেয়েছে ৬৪৭। বাকিরা কে কোথায়? চোখ রাখুন চার্টে—

Advertisement

রেটিং চার্টে কে কোথায়

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement