পিসি সরকার (জুনিয়র) সাজলেন মীর
৭৫ বছরে পৌঁছে এক আশ্চর্য জাদু দেখলেন স্বয়ং পিসি সরকার (জুনিয়র)। এত দিন ধরে তিনি জাদুদণ্ড ঘুরিয়ে ‘গিলি গিলি গে’ বললেই ঘটে যেত হরেক চমৎকার। সেই চমক শনিবার জাদুসম্রাটের জন্মদিনে ঘুরিয়ে তাঁকেই উপহার দিলেন মীর আফসার আলি। এ দিন ভোল বদলে অভিনেতা-সঞ্চালক স্বয়ং ভারতবিখ্যাত জাদুকর। মীরের ম্যাজিক দেখে উল্লসিত তাঁর অসংখ্য অনুরাগী।
মীরকে কেমন দেখতে লাগছে? ভাগ করে নেওয়া ছবি বলছে, তিনি হুবহু অল্পবয়সের পিসি সরকার। মাথায় পাগড়ি। গায়ে জমকালো রাজবেশ। সরু গোঁফ। মীরের মুখের হাসিতেও জাদুকরের ছায়া! জাদু দেখানোর ভঙ্গিতেই ছবি তুলেছেন তিনি। পিসি সরকারকে শুভেচ্ছা জানিয়ে তাঁর অভিনব সাজ-সজ্জার নেপথ্য কারণও ফাঁস করেছেন। তাঁর বলা কথা ধার করে মীর লিখেছেন, ‘আমি যেটা সঠিক মনে করি সেটাই করি। সেই কাজ ঈশ্বরের বিরুদ্ধে যাক বা সমাজের বিরুদ্ধে। প্রশাসন, আইন বা শাসনতন্ত্রের বিরুদ্ধে গেলেও ভয় পাই না।’ তার পরেই ভালবাসার চিহ্ন এঁকে সঞ্চালকের দাবি, ‘আপনার জন্মদিনে আজ আমি আপনার মতো।’
মীরের জাদুতে যথারীতি বশ তাঁর অনুরাগীরা। সবাই এই অভিনব ভাবনার জন্য সঞ্চালককে বাহবা জানিয়েছেন। কারওর দাবি, মীর অলরাউন্ডার। এক জন আহ্লাদে আটখানা হয়ে মীরের নতুন নামকরণও করে ফেলেছেন। এক মুঠো ভালবাসার চিহ্ন এঁকে তাঁর মত, 'দারুণ লাগছে তোমায়। তুমি যে ‘মীর বীর'!'