Minissha Lamba

বিচ্ছেদ

২০১৩ সালে জুহুর এক নাইটক্লাবে রায়ানের সঙ্গে প্রথম দেখা হয় মিনিশার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২০ ০০:৫৯
Share:

মিনিশা-রায়ান

অভিনেত্রী মিনিশা লাম্বা ও রেস্তরাঁ-মালিক রায়ান থামের পাঁচ বছরের বিয়ে ভেঙে গেল। সম্প্রতি এক সাক্ষাৎকারে মিনিশা জানিয়েছেন, যে তাঁরা যৌথ ভাবেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন এবং তার আইনি প্রক্রিয়াও সম্পূর্ণ হয়ে গিয়েছে। ২০১৩ সালে জুহুর এক নাইটক্লাবে রায়ানের সঙ্গে প্রথম দেখা হয় মিনিশার। বছরদুয়েক একে অপরকে ডেট করার পরে ২০১৫ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। যদিও কাছের বন্ধুবান্ধব ছাড়া তেমন কেউ ছিলেন না সেই অনুষ্ঠানে। ২০১৮ সাল থেকেই তাঁদের মধ্যে সমস্যা শুরু হয়। পরে তাঁরা সেপারেশন ও ক্রমে ডিভোর্সের সিদ্ধান্ত নেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement