Minissha Lamba

Minissha Lamba: প্লাস্টিক সার্জারির গুঞ্জন নিয়ে মুখ খুললেন মিনিশা, নতুন করে শিরোনামে রণবীরের নায়িকা

নিজের সম্পর্কে এই গুঞ্জন কানে আসতেই মুখ খোলেন মিনিশা। পুরো বিষয়টিকে মিথ্যে এবং হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ জুন ২০২১ ১৯:০২
Share:

মিনিশা লাম্বা।

বড় পর্দায় আর খুব বেশি দেখা যায় না তাঁকে। বলিউডের আলোকবৃত্ত থেকে নিজেকে খানিক দূরেই রাখেন মিনিশা লাম্বা। নিস্তরঙ্গ জীবন কাটিয়েও নতুন করে খবরের শিরোনামে অভিনেত্রী। গুঞ্জন, যৌবন ধরে রাখতে প্লাস্টিক সার্জারি করিয়েছেন তিনি।

নিজের সম্পর্কে এই গুঞ্জন কানে আসতেই মুখ খোলেন মিনিশা। পুরো বিষয়টিকে মিথ্যে এবং হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী। তাঁর কথায়, “অভিনেতাদের নিয়ে এমন অনেক গুঞ্জন শোনা যায়। এ ধরনের কথা এই প্রথম চাউর হয়েছে, বিষয়টা তেমন নয়। এই পেশায় থাকলে এমন অনেক কিছুই শুনতে হবে। এগুলো অভ্যাস করে ফেলতে হয়।”

২০০৫ সালে বলিউডে প্রথম পা রাখেন মিনিশা। এর পরে ‘বাচনা অ্যায় হাসিনো’, ‘শৌর্য’, ‘ভেজা ফ্রাই ২’-এর মতো ছবিতে অভিনয় করেন তিনি। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও সাফল্যের সঙ্গে কাজ করেছেন তিনি। ‘তেনালি রামা’, ‘ইন্টারনেট ওয়ালা লাভ’-এর মতো ধারাবাহিকে দেখা যায় তাঁকে। ২০১৪ সালে ‘বিগ বস’-এর অষ্টম সিজনেও অংশগ্রহণ করেছিলেন অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement