Mimi Dutta

সিলমোহর ফেব্রুয়ারিতে

মিষ্টি আসবে ভদ্রেশ্বর থেকে। ওম জানালেন, পরিস্থিতি আরও একটু স্বাভাবিক হলে রিসেপশনের ডেট চূড়ান্ত করবেন।  

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২১ ০০:০০
Share:

মিমি-ওম।

আগামী ৩ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মিমি দত্ত ও ওম সাহানি। আইনি বিয়ে ২০২০-তেই সেরে ফেলেছিলেন তাঁরা। মিমির কথায়, ‘‘আমরা ‘আলোর বাসা’ ধারাবাহিকের বিয়ের দৃশ্যে পরস্পরকে প্রথম দেখি। সে দিন কিছুতেই ওম রাজি হয়নি, আমাকে সিঁদুর পরাতে। মজার বিষয় হল, শুটিংয়ের সময়ে আসল বিয়ের লগ্ন ছিল আর পুরোহিতমশাইও বিয়ের মন্ত্র পাঠ করছিলেন।’’ ওম জুড়লেন, ‘‘আমাদের বন্ধুত্ব প্রায় ১০ বছরের পুরনো।’’ ওম বিহারি হলেও বিয়ে হবে বাঙালি মতে। তার দু’তিন দিন আগে বিহারি রীতি মেনে পুজোপাঠ হবে। বিয়ের দিন লাল বেনারসি, সোনার গয়নায় সেজে উঠবেন মিমি। বিয়ের মেনুতে ওমের পছন্দে মাটন বিরিয়ানি থাকছেই। মিষ্টি আসবে ভদ্রেশ্বর থেকে। ওম জানালেন, পরিস্থিতি আরও একটু স্বাভাবিক হলে রিসেপশনের ডেট চূড়ান্ত করবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement