Mimi Chakraborty

Mimi Chakraborty: নিজের ‘গোপন কথা’ ফাঁস করলেন মিমি, নেটমাধ্যমে দিলেন ভিডিয়ো

ইনস্টাগ্রামে শুক্রবার কয়েক সেকেন্ডের একটি ভিডিয়োতে ধরা পড়ল মিমির এই পিৎজা প্রীতি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুন ২০২১ ২১:০১
Share:

মিমি চক্রবর্তী।

ডায়েট ভুলেছেন মিমি চক্রবর্তী। পিৎজায় মন মজেছে তাঁর। চুলে রোলার লাগিয়ে সাজগোজ করতে করতেও পিৎজার স্বাদ নিচ্ছেন সাংসদ-অভিনেত্রী। আয়নার দিকে তাকিয়ে তাঁর নিজের উদ্দেশে প্রশ্ন, ‘পিৎজা খাবেন? পিৎজা?’। তার পরে আবার ব্যস্ত হয়ে পড়লেন পছন্দের ইতালীয় খাবার নিয়ে।

Advertisement

ইনস্টাগ্রামে শুক্রবার কয়েক সেকেন্ডের একটি ভিডিয়োতে ধরা পড়ল মিমির এই পিৎজা প্রীতি। পোস্টের বিবরণীতে মিমি লিখেছেন, ‘গোপন কথা ১: পিৎজাই আমার জীবন।’ তাঁর আরও সংযোজন, ‘ভাজাভুজি খাবার খাওয়ার উৎসাহ দিচ্ছি না। আমি রোজ এগুলো খাই না। শুধু পুষ্টিকর খাবার ফাঁকি দেওয়ার দিনগুলোতে খাই।’

পর্দার মেদহীন ঝরঝরে চেহারার নায়িকার রসনাপ্রীতি দেখে আপ্লুত তাঁর অনুরাগীরা। মন্তব্য বাক্সে অনেকেই জানিয়েছেন নিজের পছন্দের রান্নার কথা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement