মিমি চক্রবর্তী। ছবি: মিমির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সৌজন্যে।
দেওয়ালিতে উৎসবের আমেজ গোটা দেশে। আলোর উৎসবে সামিল সেলেবরাও। এই তালিকায় রয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তীও। কী ভাবে কাটবে মিমির দিওয়ালি? সোশ্যাল মিডিয়ায় তার আভাস দিলেন নায়িকা স্বয়ং।
শব্দবাজির দাপট মিমির পছন্দ নয়। সাউন্ড ফ্রি দেওয়ালিতে বিশ্বাসী তিনি। পাশাপাশি অ্যানিম্যাল ফ্রেন্ডলি এবং ইকো ফ্রেন্ডলি দেওয়ালির পক্ষে সওয়াল করেছেন তিনি।
মিমির দুটি পোষ্য কুকুর রয়েছে। ফলে শব্দবাজির দাপটে পশু-পাখিদের কতটা সমস্যা হয় তা তিনি জানেন। তাই গত কয়েক বছর ধরেই শব্দবাজির বিপক্ষে সওয়াল করছেন অভিনেত্রী।
আরও পড়ুন, দীপিকা পাড়ুকোনের বিয়ের মঙ্গলসূত্রই ২০ লাখ টাকার!
শুধু পশু-পাখিই নয়। শব্দবাজি কেড়ে নেয় বহু মানুষেরও প্রাণ। সেই পরিসংখ্যানও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মিমি। তাঁর সাফ দাবি, আলোর উৎসবে আলোর বাজি নিয়ে আনন্দ করুন। অন্যের ক্ষতি না করে, সাবধানে উৎসব পালন করুন। কিন্তু শব্দবাজি একেবারেই বন্ধ করে দেওয়া উচিত বলে মনে করেন তিনি।
🙏⭐️
🙏⭐️