মধুমিতা সরকার ও মিমি চক্রবর্তী
সেপ্টেম্বরে মহালয়া, চ্যানেলগুলো শুরু করে দিয়েছে তাদের অনুষ্ঠানের প্রস্তুতি। একটি জনপ্রিয় চ্যানেলে মহালয়া উপলক্ষে অনুষ্ঠান পরিচালনা করবেন কমলেশ্বর মুখোপাধ্যায়। সেখানে দুর্গার চরিত্রে মিমি চক্রবর্তীকে দেখা যাবে। চমক এখানেই শেষ নয়। অকালবোধনের ঘটনাই অনুষ্ঠানের মূল থিম। রাম-সীতা চরিত্রে থাকছেন জিতু কমল ও মধুমিতা সরকার। রাবণ সাজছেন রাজেশ শর্মা। এঁদের নিয়েই শুটিং শুরু করলেন কমলেশ্বর।
বাংলার ছোট পর্দা থেকে অনেক দিনই দূরে রয়েছেন রাজেশ। যে কারণে রাবণের চরিত্রের প্রস্তাব পেয়েই রাজি হয়ে যান। তাঁর কথায়, ‘‘এটিই আমার করা প্রথম পৌরাণিক চরিত্র। আর মেকআপ করার পরে সকলে বলল, আমাকে ঠিক রাবণের মতোই লাগছে। তবে আমার কাছে রাবণ পুরো ব্ল্যাক নন, ধূসর চরিত্র।’’ করোনার আবহে যুদ্ধের দৃশ্য আলাদা করেই শুট হয়েছে। দর্শক অবশ্য তা বুঝতে পারবেন না, জানালেন জিতু। লকডাউন পরবর্তী এটিই তাঁর প্রথম শুটিং। শুটিংয়ে ফিরে মধুমিতাও খুশি।
বলছিলেন, ‘‘এর আগেও মহালয়ার অনুষ্ঠানে সীতা হয়েছি। কিন্তু এ বারের স্ক্রিপ্ট তার চেয়ে আলাদা। রাজেশদার সঙ্গে স্ক্রিন শেয়ার করব ভেবেই উত্তেজিত।’’