Mimi Chakraborty

শ্যুটিং শেষে দেশে ফিরছেন জিৎ-মিমি, পুজোর আগে ফিরতে পেরে উচ্ছ্বসিত নায়িকা

জিৎ-এর সঙ্গে ‘বাজি’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন নায়িকা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২০ ১৯:১৩
Share:

মিমি চক্রবর্তী।

প্রাক-পুজো পর্ব টেমসের তীরে কাটিয়েছেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। জিৎ-এর সঙ্গে ‘বাজি’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন নায়িকা। কাজ শেষে এ বার ঘরে ফেরার পালা। পুজোর আগেই কলকাতায় ফিরবেন অভিনেত্রী। অর্থাৎ পুজোটা কাটবে শহরেই। উচ্ছ্বসিত মিমি।

নায়িকার ইনস্টাগ্রাম স্টোরিতেও সেই উচ্ছ্বাস স্পষ্ট। এ দিন শ্যুটিংয়ের কিছু ঝলক শেয়ার করলেন মিমি। একটি ভিডিয়ো পোস্ট করে অভিনেত্রী জানালেন, আজই সেখানে তাঁদের শ্যুটিংয়ের শেষ দিন। এর পরেই ক্যামেরা সোজা নায়ক অর্থাৎ জিতের দিকে। নায়কের গলায় খুশির ছাপ স্পষ্ট। জানালেন, ছবির কাজ প্রায় শেষ। খুব শীঘ্রই মুক্তি পাবে ‘বাজি’। এত দিনের হইহই করে কাজ করা আপাতত এখানেই শেষ। একদিকে যেমন বাড়ি ফেরার আনন্দ, অন্য দিকে মনের একটা কোনায় জমাট বাঁধা খারাপ লাগা।

আনন্দবাজার ডিজিটালকে মিমি জানিয়েছেন, পুজোর আগে বাড়ি ফিরতে পেরে তিনি খুবই খুশি। শহরে ফিরেই পুজোর আমেজ গায়ে মেখে নিতে চাইছেন সাংসদ অভিনেত্রী। বিদেশে থেকেও কলকাতাকে মনে পড়েছে তাঁর। এ বার তাই উৎসবে মেতে উঠতে চাইছেন তিনি। ২১ অক্টোবর প্রেক্ষাগৃহে মক্তি পাচ্ছে ‘ড্রাকুলা স্যার’। দীর্ঘদিন পর তাঁকে দেখা যাবে বড় পর্দায়। স্বাভাবিক ভাবেই সাংসদ-অভিনেত্রীর পুজোর আনন্দ এ বার দ্বিগুণ।

Advertisement

আরও পড়ুন: বলিউডে ফের সুখবর, মা হতে চলেছেন অমৃতা রাও

সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে পারেন রিয়া

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement