Meghla Dasgupta

মেঘলার নতুন প্রেম

বিরসা দাশগুপ্তের কন্যা মেঘলা দাশগুপ্তের ইনস্টাগ্রাম পোস্ট দেখে অনেকের মনে হয়েছিল, তাঁর জীবনে এসেছে নতুন প্রেম।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২০ ০০:০১
Share:

মেঘলা

বয়সটা প্রেমে পড়ারই। আর সকাল-সকাল ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনে যদি ‘সানশাইন’-এর দেখা মেলে, তবে অনেকেরই মনে প্রশ্ন ওঠে, মেঘের আড়ালে হাসছেন নাকি সূর্যদেব? বিরসা দাশগুপ্তের কন্যা মেঘলা দাশগুপ্তের ইনস্টাগ্রাম পোস্ট দেখে অনেকের মনে হয়েছিল, তাঁর জীবনে এসেছে নতুন প্রেম। আনন্দ প্লাস জিজ্ঞেস করতেই স্বীকার করে নিলেন তিনি। তবে এটাও বললেন, এখনই ‘পাবলিক’ করতে চান না সম্পর্ক। কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট হলে আর কি ‘পাবলিক’ হওয়া বাকি থাকে? মেঘলার উত্তর, ‘‘ক্যাপশনে স্পষ্ট করে কিছু লেখা হয়নি। আমি শ্রমণকে ডেট করছি, সেটা অস্বীকার করছি না। কিন্তু এর বেশি কিছু বলব না।’’ মেঘলার নতুন প্রেমিক শ্রমণ চট্টোপাধ্যায় থিয়েটারের পরিচিত মুখ। ‘কিয়া অ্যান্ড কসমস’ এবং ‘দেবতার গ্রাস’ ছবিতে অভিনয় করেছেন তিনি।

Advertisement

এর আগে অবশ্য ঋতব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে অল্প দিনের সম্পর্ক ছিল মেঘলার। শোনা গিয়েছে, অভিনেতা-পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গেও এক সময়ে লিভ-ইন করতেন তিনি। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের ছাত্রী মেঘলা সম্পর্ক নিয়ে এক্সপেরিমেন্ট করতে যে দ্বিধা করেন না, তা তাঁর চয়েসে বেশ স্পষ্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement