অন্বেষা চক্রবর্তী ও অভিষেক বীর শর্মা। ছবি: সংগৃহীত।
টানা দু’বছরের পথ চলা। শুটিংয়ের সংসারের মায়া এত সহজে ছাড়ানো যায়? ছাড়াতে পারছেন না কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘সোহাগ চাঁদ’-এর ‘সোহাগ’ ওরফে অন্বেষা চক্রবর্তী। খবর, ২৭ অক্টোবর শেষ হয়েছে ধারাবাহিকের শেষ পর্বের শুটিং। ৭ নভেম্বরে শেষ সম্প্রচার। বড় পর্দার পর ধারাবাহিকে প্লাস সাইজ় মেয়ের সুখ-দুঃখে মোড়া জীবনের গল্প হাজির করেছিল ধারাবাহিকটি। ঘটনাচক্রে নায়িকা নিজেও ২০১৯-এ মিস প্লাস সাইজ় ইন্ডিয়া খেতাব জয়ী। ধারাবাহিক শেষের খবর পেয়ে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে। অন্বেষার গলায় বিষাদ, “প্রথম কাজ তো। তাই প্রথম প্রথম ধারাবাহিকের শেষ হয়ে যাওয়া মেনে নিতে কষ্ট হচ্ছিল। তবে ইতিবাচক বার্তা দিয়ে আমাদের পথচলা থামছে। এটাই আমার কাছে বড় পাওনা।”
অন্বেষা বুঝি সত্যিই ব্যতিক্রম। কোনও ধারাবাহিক শেষ হলে বাকিরা বলেন, “শুরু থাকলে শেষ তো থাকবেই।” নায়িকা কিন্তু তা বলেননি। তাঁর কথায়, “কেবলই মনে হচ্ছে, দুম করে বুঝি শেষ হয়ে গেল! আরও একটু পথ বোধ হয় চলাই যেত। এ-ও বুঝতে পারছি, যখনই থামতাম তখনই এই কথা মনে হত।” ২০২২-এর নভেম্বরে ধারাবাহিকের শুরু। সম্প্রতি ৭০০ পর্ব অতিক্রম করেছে। অন্য ধারাবাহিক মাত্র দু’মাসেও থেমে যায়...। জানাতেই তিনি স্বীকার করেছেন, তিনি সেই সব ধারাবাহিকের অভিনেতাদের থেকে ভাগ্যবান। এত দিন ধরে অভিনয়ের সুযোগ পেয়েছেন। দর্শকদের ভালবাসা কুড়িয়েছেন। তাই ধারাবাহিক শেষের খবর ছড়াতেই চ্যানেলের সামাজিক পাতায় মনকেমনের বানভাসি!
কী দিয়ে শুটিং শেষ হল? আনন্দবাজার অনলাইন প্রশ্ন রেখেছিল তাঁর কাছে। অন্বেষার জবাব, “ধারাবাহিকের সমস্ত খল চরিত্র ভাল হয়ে যাবে। ফিরে আসবে দুর্জয়।” একটু থেমে হেসে ফেলে যোগ করলেন, “সোহাগ আর চাঁদও সমস্ত দূরত্ব মুছে আবার বিয়ে করবে। শেষের আগে নতুন করে প্রেমের জোয়ারে ভাসব।”