Krishnakoli

এক চুল ফারাকে প্রথম ‘কৃষ্ণকলি’ দ্বিতীয় ‘মিঠাই’, এগিয়ে এসেছে ‘মহাপীঠ তারাপীঠ’

চলতি সপ্তাহে এক চুলের জন্য সেই জায়গা থেকে ছিটকে গিয়েছে ‘মিঠাই-উচ্ছেবাবু’র রসায়ন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২১ ১৮:২৬
Share:

১০.২ পেয়ে প্রথম স্থানে জি বাংলার কৃষ্ণকলি।

ছোট পর্দার নতুন ক্রেজ ‘মিঠাই’। প্রায় প্রতি সপ্তাহেই টক্কর দিচ্ছে বাঘা বাঘা ধারাবাহিকের সঙ্গে। গত সপ্তাহে একই চ্যানেলের ‘কৃষ্ণকলি’, স্টার জলসার ‘খড়কুটো’কে টপকে ‘বাংলার সেরা’ হয়েছিল এই মেগা। ‘সপ্তাহ সেরা’ও হয়েছিল। চলতি সপ্তাহে এক চুলের জন্য সেই জায়গা থেকে ছিটকে গিয়েছে ‘মিঠাই-উচ্ছেবাবু’র রসায়ন। রেটিং চার্টে ১০.২ পেয়ে প্রথম স্থানে জি বাংলার কৃষ্ণকলি। ১০.১ পেয়ে দ্বিতীয় ‘মিঠাই’। ২ ধারাবাহিকের গত সপ্তাহের জায়গা এ ভাবেই বদলে গিয়েছে চলতি সপ্তাহে।

গত বারের মতোই ৯.২ পেয়ে তৃতীয় স্থানে ‘খড়কুটো’। এ বারেও চতুর্থ স্থানে ‘যমুনা ঢাকি’। তার সংগ্রহ ৯ পয়েন্ট। ৮.২ পেয়ে পঞ্চমে ‘অপরাজিতা অপু’। এ সপ্তাহে রেটিং চার্টে সাড়া ফেলেছে স্টার জলসার ‘মহাপীঠ তারাপীঠ’। ৮ পয়েন্ট পেয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে ভক্তিমূলক ধারাবাহিক।

মোট ৬৬২ পয়েন্ট সংগ্রহ করে প্রথম স্টার জলসা। ৬৩৫ পয়েন্ট পেয়েছে জি বাংলা।

বাকিরা কে, কোথায়? দেখে নিন রেটিং চার্টে

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement