এই নায়িকা নাকি লম্বা রেসের ঘোড়া। একাধারে বাণিজ্যিক, অন্য দিকে সমান্তরাল ছবি দুয়েতেই তিনি বহুদিন টিকে থাকতেই এসেছেন বলা হচ্ছে এমনটাই।
বাঙালি পরিচালক সৌমিক সেনের ছবিতে কাজ করেছেন তিনি।
হায়দরাবাদে বেড়ে উঠেছেন এই নায়িকা। নাম শ্রেয়া ধন্বন্তরী। তবে বাবার কাজের সূত্রে পশ্চিম এশিয়ার দেশগুলিতেও কেটেছে ছোটবেলা।
পড়াশোনায় বরবারই মেধাবী ছিলেন, সেখান থেকেই আচমকা যে বিনোদন জগতে প্রবেশ করবেন এমনটা কেউ ভাবেননি।
ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেছেন তিনি।
ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষেই মডেলিং শুরু করেন শ্রেয়া। মিস ইন্ডিয়াতে ডাক পান তখন।
জোশ, স্নেহগীতম নামের দুটি ছবিতে কাজও করেন সেই সময়।
ছোট থেকেই মঞ্চে অভিনয় করতেন তিনি। দক্ষতা রয়েছে ভরতনাট্যম, কুচিপুডির মতো শাস্ত্রীয় নৃত্যেও।
টেলিভিশনের একাধিক বিজ্ঞাপনী ছবিতে কাজ করতে দেখা গিয়েছে তাঁকে।
‘লেডিস রুম’, ‘দ্য ফ্যামিলি ম্যান’, ‘দ্য রিইউনিয়ন’ ওয়েব সিরিজগুলিতে অভিনয় করেছেন তিনি।
বর্তমানে দিল্লিতে থাকে শ্রেয়ার পরিবার। আরবি ভাষায় উৎসাহ রয়েছে তাঁর। হাতে রয়েছে সেই ভাষারই ট্যাটু। কী লেখা রয়েছে তাতে? বলতে চান না নায়িকা।
ইমরান হাসমির সঙ্গে ‘হোয়াই চিট ইন্ডিয়া’ ছবিতে তাঁর চুমুর দৃশ্য নিয়ে বিতর্কও হয়েছিল। কিন্তু চরিত্রের প্রয়োজনে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে আপত্তি নেই, জানান নায়িকা।