Meera Chopra

ধর্ষণের হুমকি ফ্যানের, অভিযোগ মীরার

সম্প্রতি টুইটারে তিনি লিখেছিলেন, জুনিয়র এনটিআরের তুলনায় মহেশ বাবুকে তিনি বেশি পছন্দ করেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ জুন ২০২০ ০৩:২৫
Share:

মীরা

এক তারকার চেয়ে অন্য তারকাকে বেশি পছন্দ করায় ধর্ষণের হুমকি পেতে হল অভিনেত্রী মীরা চোপড়াকে। প্রিয়ঙ্কা ও পরিণীতি চোপড়ার তুতোবোন মীরা দক্ষিণী ছবির পরিচিত মুখ। সম্প্রতি টুইটারে তিনি লিখেছিলেন, জুনিয়র এনটিআরের তুলনায় মহেশ বাবুকে তিনি বেশি পছন্দ করেন। এর পরেই জুনিয়র এনটিআর ফ্যানক্লাবের সদস্যদের রোষের মুখে পড়েন মীরা। সোশ্যাল মিডিয়ায় তাঁকে যথেচ্ছ আক্রমণ করা হয়। পাশাপাশি ধর্ষণ ও খুনের হুমকি দিয়ে ফোনও আসতে থাকে তাঁর কাছে। এর জেরে হায়দরাবাদে পুলিশি অভিযোগ দায়ের করেন মীরা। অভিযোগ জানান জাতীয় মহিলা কমিশনেও। ফ্যানক্লাবের তরফে থ্রেট দেওয়া হয়েছে মীরার অভিভাবকদেরও। টুইটারে জুনিয়র এনটিআরকে সরাসরি ট্যাগ করে নিজের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা লেখেন নায়িকা। তাঁকে সমর্থন করে টুইট করেন গায়িকা চিন্ময়ী শ্রীপদ। সাইবার ক্রাইম সেলেও মীরার হয়ে অভিযোগ দায়ের করেছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement