Durga Puja 2024

নবরাত্রিতে সুখবর, মাসাবা-সত্যদীপের কোল আলো করে এল ফুটফুটে কন্যে

নবরাত্রিতে কন্যাসন্তানের মা হলেন মাসাবা গুপ্তা। মাসাবা-সত্যদীপের পরিবার উচ্ছ্বসিত। তাঁদের দাবি, দেবী দুর্গা কন্যা রূপে তাঁদের ঘরে এলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৪ ১১:৪৫
Share:

নবরাত্রিতে মাসাবা গুপ্তা-সত্যদীপ মিশ্রের কোলে কন্যা রূপে দেবী এলেন? ছবি: সংগৃহীত।

মেয়ের মা-বাবা হলেন মাসাবা গুপ্তা-সত্যদীপ মিশ্র। সমাজমাধ্যমে সে খবর জানিয়েছেন নতুন মা-বাবা। গত ১১ অক্টোবর, নবরাত্রির নবমী তিথিতে তাঁদের কোলে ফুটফুটে এক কন্যা এসেছে। ১২ অক্টোবর তাঁরা সেই খবর প্রকাশ্যে আনেন। মেয়ে হওয়ায় আনন্দে মাতোয়ারা দুই পরিবার। দেবী দুর্গাই কন্যা রূপে ঘরে এলেন, এমনই উচ্ছ্বাস সত্যদীপের পরিবারের।

Advertisement

সাধারণত, বেশ কিছু দিন না গেলে সদ্যোজাতকে প্রকাশ্যে আনেন না তারকা অভিভাবকেরা। মাসাবা-সত্যদীপ জন্মের দ্বিতীয় দিনে নবজাতকের লালচে, ছোট্ট ছোট্ট পা সামনে এনেছেন। নরম তোয়ালেতে ঢাকা পা দু’টিকে আগলে রেখেছে মাসাবার হাত। সিপিয়া টোনের এই ছবি সামনে আসতেই শুভেচ্ছা, আশীর্বাদে ভরিয়ে দিয়েছেন বলিউডের অসংখ্য জনপ্রিয় অভিনেতা। তালিকায় অনুষ্কা শর্মা, বিপাশা বসু, এষা দেওল, দিয়া মির্জা, মৌনি রায়, আয়ুষ্মান খুরানা, করণ জোহর, শিবানি আখতার, শিল্পা শেট্টি, জ্যাকলিন ফার্নান্ডেজ, ভূমি পেডনেকার, সোনম কাপুর আহুজা, কুশা কপিলা, মহীপ কাপুর, বাণী কাপুর, তানিয়া শ্রফ, হুমা কুরেশি, আথিয়া শেট্টি, সোনালি বেন্দ্রে, জোয়া আখতার এবং আরও অনেকে।

মাসাবা-সত্যদীপের ভাগ করে নেওয়া পোস্ট বলছে, নবজাতক কন্যাকে তাঁরা পদ্মের সঙ্গে তুলনা করেছেন। বার্তায়, চাঁদের আলোয় পদ্মফুল ফুটে ওঠার ছবি। অর্থাৎ, নবরাত্রির সন্ধ্যায় সম্ভবত নবজাতকের জন্ম। সঙ্গে লেখা, “বিশেষ দিনে পরিবারে নতুন সদস্য এসেছে। এই সদস্য আমাদের কাছে তাই আরও বিশেষ।” প্রসঙ্গত, ২০২৩-এর জানুয়ারিতে মাসাবা-সত্যদীপ গাঁটছড়া বাঁধেন। ‘মাসাবা মাসাবা’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। শোনা যায়, সেটেই নাকি সম্পর্কের শুরু। উভয়েরই এটি দ্বিতীয় বিয়ে। এর আগে মাসাবা মধু মান্তেনা এবং সত্যদীপ অদিতি রাও হায়দারিকে বিয়ে করেছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement