Sushant Singh Rajput

সুশান্তর হাতে কাজ ছিল, দাবি করছেন বলিউডের অনেকেই

আবার রুমি জ়াফরির সঙ্গেও একটি ছবি করার কথা ছিল সুশান্তের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ জুন ২০২০ ০১:০৪
Share:

সুশান্ত

সুশান্ত সিংহ রাজপুতের হাতে কাজ ছিল না, এ কথা মানতে রাজি নন বলিউডের অনেকেই। সম্প্রতি এক প্রাক্তন সাংবাদিক তা নিয়ে টুইটও করেন। বিশেষ করে ‘ছিছোরে’ হিট হওয়ার পরে সাজিদ নাদিয়াদওয়ালা তাঁর পরবর্তী ছবির জন্যও সুশান্তকে সই করেছিলেন। এমনকি সাইনিং অ্যামাউন্টও দেওয়া হয়। আবার রুমি জ়াফরির সঙ্গেও একটি ছবি করার কথা ছিল সুশান্তের। ছবিটির শুটও এই বছরই শুরু হওয়ার কথা ছিল। যশ রাজের ব্যানারে শেখর কপূরের পরিচালনায় ‘পানি’ ছবিটি করার কথাও ছিল তাঁর। তবে সুশান্ত যশ রাজের সঙ্গে কনট্র্যাক্ট শেষ করার পথেই ছিলেন এবং বান্ধবী রিয়া চক্রবর্তীকেও ওই সংস্থার সঙ্গে কাজ করতে বারণ করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement