Hrithik Roshan

মোকাবিলার জন্য সাহায্য

এ ব্যাপারে প্রথম উদ্যোগ নিয়েছিলেন রজনীকান্ত। দিন প্রতি হিসেবে যাঁরা রোজগার করেন, তাঁদের জন্য ৫০ লক্ষ টাকা দিয়েছিলেন।

Advertisement
শেষ আপডেট: ২৮ মার্চ ২০২০ ০০:৪৮
Share:

ইন্ডাস্ট্রিতে দিন আনি দিন খাই মানুষেরা সবচেয়ে বেশি সমস্যায়। তাঁদের পাশে দাঁড়াতে এগিয়ে আসছেন অনেক তারকাই। শুধু ফিল্ম ইন্ডাস্ট্রিরই নয় সার্বিক ভাবে সকলের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন সেলেবরা। এগিয়ে এসেছেন হৃতিক রোশন। টুইট করে জানিয়েছেন, বম্বের মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে সব কর্মীরা কাজ করছেন তাঁদের জন্য তিনি মাস্কের বন্দোবস্ত করবেন। ২০ লক্ষ টাকাও দান করেছেন তিনি। কপিল শর্মা ৫০ লক্ষ টাকা দিয়েছেন প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ডে।

Advertisement

এ ব্যাপারে প্রথম উদ্যোগ নিয়েছিলেন রজনীকান্ত। দিন প্রতি হিসেবে যাঁরা রোজগার করেন, তাঁদের জন্য ৫০ লক্ষ টাকা দিয়েছিলেন। শুক্রবার প্রভাস দান করেন ৪ কোটি টাকা। ৩ কোটি দিয়েছেন প্রধানমন্ত্রীর তহবিলে। বাকি টাকা অন্ধ্রপ্রদেশ এবং তেলঙ্গানা সরকারের সাহায্যে। দক্ষিণী তারকা মহেশ বাবুও অন্ধ্রপ্রদেশ এবং তেলঙ্গানা সরকারকে করোনাভাইরাসের মোকাবিলা করার জন্য ১ কোটি টাকা সাহায্য করেছেন। আর এক দক্ষিণী তারকা পবন কল্যাণ প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ডে ১ কোটি টাকা দান করেছেন। পাশাপাশি অন্ধ্র এবং তেলঙ্গানার সরকারকেও তিনি ৫০ লক্ষ টাকা করে অর্থ সাহায্য করেছেন। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন রাম চরণও। ৭০ লক্ষ টাকা দান করেছেন তিনি। ডেলি ওয়েজ কর্মীদের জন্য এগিয়ে এসেছেন বলিউডের অন্যান্য শিল্পীরাও। কর্ণ জোহর, আয়ুষ্মান খুরানা, তাপসী পান্নু, সোনম কপূর, ভূমি পেডনেকর, কার্তিক আরিয়ানরা সাহায্যের হাত বাড়িয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement