Manoj Bajpayee

Manoj Bajpayee: চলে গেলেন মনোজের বাবা আর কে বাজপেয়ী

বাবার শারীরিক অবস্থার অবনতি হয়েছে জেনে কয়েক দিন আগে দিল্লিতে তাঁর পরিবারের কাছে ছুটে যান মনোজ। সে সময়ে তিনি কেরলে ছবির কাজে ব্যস্ত ছিলেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২১ ১৬:৪৬
Share:

৮৩ বছর বয়সে চলে গেলেন মনোজ বাজপেয়ীর বাবা

৮৩ বছর বয়সে প্রয়াত আর কে বাজপেয়ী। বলি অভিনেতা মনোজ বাজপেয়ীর বাবা তিনি। রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আর কে বাজপেয়ী। দুপুর দেড়টা নাগাদ দিল্লির নিগম বোধ ঘাটে তাঁর সৎকার করা হয়। পরিবারের তরফে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি। কেউ কোনও সাক্ষাৎকার দিতেও রাজি হননি।

Advertisement

খবর, মনোজের বাবা বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন। বাবার শারীরিক অবস্থার অবনতি হয়েছে জেনে কয়েক দিন আগে দিল্লিতে তাঁর পরিবারের কাছে ছুটে যান মনোজ। সে সময়ে তিনি কেরলে ছবির কাজে ব্যস্ত ছিলেন।

বাবার সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ নিয়ে একাধিক বার কথা বলেছেন মনোজ। কখনও সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে, কখনও বা টুইটারে। বাবার সঙ্গে ছবি দিয়ে তাঁর রান্নার প্রশংসাও করতেও দেখা গিয়েছে ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর অভিনেতাকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement