Manoj Bajpayee

Manoj Bajpayee: পরিচালক হতে চাই না, অভিনেতা হিসাবে এখনও অনেক কাজ বাকি: মনোজ বাজপেয়ী

তথ্যচিত্রে কথকের ভূমিকায় মনোজ বাজপেয়ী। অভিনয় নিয়েই ভাল আছেন, ছবি পরিচালনায় আগ্রহ নেই তাঁর।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২২ ১৭:৪৩
Share:

‘সিক্রেটস অফ কোহিনূর’ ছবিতে কথকের ভূমিকায় দেখা যাবে মনোজ বাজপেয়ীকে। জনপ্রিয় ওটিটি মাধ্যমে দেখা যাবে এই তথ্যচিত্র, যেখানে জানা যাবে ভারত বিখ্যাত ‘কোহিনূর’ রহস্যের গোপন কথা। মুম্বই সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘ফ্যামিলি ম্যান’ জানিয়েছেন তাঁর অভিনয় জীবনের কথা। মনোজ বলেছেন, ‘‘ছোটবেলা থেকেই আমি সংস্কৃতিমনস্ক। কবিতা আবৃত্তি করতে আমার ভাল লাগে। বিতর্কেও অংশ নিয়েছি বহু বার। যখন অভিনয়ে আসি এই পূর্ব অভিজ্ঞতা আমার কাজে লেগেছিল। কণ্ঠস্বর ভাল রাখতে এই অনুশীলন আমায় সাহায্যও করেছে।’’এই তথ্যচিত্রে মনোজ কথকের ভূমিকায়। কতটা আনন্দ পেলেন? প্রশ্নের উত্তরে মনোজ বলেন, ‘‘গ্রন্থনায় অভিনয়ের জায়গা নেই, তাই কাজটা বেশ কঠিন, এখানে শুধু কথার মাধ্যমে ছোট থকে বড় সব বয়সের দর্শকককে ধরে রাখতে হয়। সতর্ক থাকতে হয়, যাতে দর্শকের মনে না হয় আমি জ্ঞান দিচ্ছি।’’

Advertisement

অভিনয়, গ্রন্থনার পর এ বার কি পরিচালকের ভূমিকায় দেখা যাবে তাঁকে? মুম্বই সংবাদমাধ্যমের এই প্রশ্নের উত্তরে মনোজের স্পষ্ট জবাব, ‘‘অভিনয়ই আমার সঠিক জায়গা। নানা ধরনের চরিত্র আমাকে আনন্দ দেয়, এর মধ্যে বৈচিত্রও আছে। বছরে তিনটি ছবিতে কাজ করতে চাই আমি, এর বেশি নয়। বিভিন্ন চরিত্রে পরিচালকের নির্দেশে কাজ করতেই ভাল লাগে। নির্দেশ দেওয়ায় কোনও আগ্রহ নেই আমার।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement