Manisha Koirala

‘হীরামন্ডি’-তে অভিনেত্রীদের মধ্যে বিরাট ঘনিষ্ঠতা ছিল না, পর্দার পিছনের কথা প্রকাশ্যে আনলেন মনীষা

অভিনেত্রী মনে করছেন, এই ক’দিন প্রচারের আলোয় থেকেছেন তিনি। কিন্তু এ বার একটু এই আলো থেকে দূরে যাওয়া দরকার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ মে ২০২৪ ১৮:৩৭
Share:

মনীষা কৈরালা। ছবি-সংগৃহীত।

দীর্ঘদিন পরে ‘হীরামন্ডি’-তে তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শককে। কিন্তু এখনও সঞ্জয় লীলা ভন্সালীর এই ওয়েব সিরিজ়েই আটকে রয়েছেন অভিনেত্রী মনীষা কৈরালা। সিরিজ়ের ফলে প্রায়ই খবরে উঠে আসছেন তিনি। কিন্তু ফের সব কিছু থেকে বিরতি নিতে চান অভিনেত্রী।

Advertisement

অভিনেত্রী মনে করছেন, এই ক’দিন প্রচারের আলোয় থেকেছেন তিনি। কিন্তু এবার এই হইচই থেকে দূরে যাওয়া দরকার। অভিনেত্রী বলছেন, ‘‘আমার মনে হয় এ বার আমার পালানো দরকার। কোথাও একটা যেতে হবে। শরীরের দিকে নজর দিতে হবে। স্বাস্থ্যের জন্য উপযোগী, এমন কোথায় যাওয়া যায় সেটাই ভাবছি। আবার ভালভাবে খেতে হবে, হাঁটতে যেতে হবে।’’

স্বাভাবিক রোজনামচায় ফিরতে চান মনীষা। তিনি বলছেন, ‘‘স্বাভাবিক জীবনে ফিরতে চাই আমি। গত তিন বছর শুধু ‘হীরামন্ডি’-কে নিয়েই কেটেছে। আমরা খুবই চিন্তায় ছিলাম এই সিরিজ় নিয়ে। ‘স্ট্রেস’ আর গোলাপ ফুলের গন্ধ থেকে আমি এ বার একটু বিরতি চাই। আমার কথা শুনে হয়তো হাসি পাচ্ছে। কিন্তু এবার এসব থেকে দূরে থাকতে চাই।’’

Advertisement

‘হীরামন্ডি’র সেট থেকে নতুন বন্ধুও বানিয়েছেন নাকি মনীষা। রিচা চড্ডা ও সঞ্জিদা শেখের সঙ্গে আগে পরিচয় ছিল না তাঁর। তাঁর কথায়, ‘‘আমি সোনাক্ষীর প্রথম ছবি ও তার পরে ‘দহাড়’ দেখেছি। শরমিনকে চিনতাম না। আমি যখন ভন্সালীর ‘খামোশি’তে অভিনয় করছি, তখন ওর বয়স ১ বছর। আমার অদিতি রাও হায়দারিকে খুব ভাল লাগে। ও খুব সুন্দরী। ফরদিন বরাবরই খুব ভাল ছেলে।’’

সেটে অভিনেত্রীদের মধ্যে খুব যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তা নয়। মনীষা বলেছেন, ‘‘আমরা পরস্পরের সঙ্গে ভাল ব্যবহার করতাম। কিন্তু কাজ করার সময়ে যে আমাদের মধ্যে বিরাট ঘনিষ্ঠতা তৈরি হয়েছে, তা নয়। কী ভাবে দৃশ্যগুলিকে ফুটিয়ে তুলব, সেটাই আমাদের লক্ষ্য ছিল। আমাদের সকলের লক্ষ্য এক ছিল। কিন্তু লক্ষ্যের দিকে আমরা নিজেদের মতো করে এগিয়েছি। সবাই কাজ নিয়েই ব্যস্ত থাকতেন সেটে।’’

উল্লেখ্য, এই সিরিজ়ে মনীষা ছাড়াও অভিনয় করেছেন অদিতি রাও হায়দারি, রিচা চড্ডা, সঞ্জিদা শেখ, সোনাক্ষী সিংহ, শরমিন সেগাল, শেখর সুমন, অধ্যয়ন সুমন, তাহা শাহ—সহ আরও অনেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement