Mandira Bedi

Mandira Bedi: স্বামী রাজ কৌশলের মৃত্যুর পর প্রথম বার ক্যামেরার সামনে মন্দিরা

রবিবার সকালে মুম্বইয়ের রাস্তায় প্রাতঃভ্রমণ করতে বেরিয়েছিলেন অভিনেত্রী-সঞ্চালিকা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ জুলাই ২০২১ ২০:৫৮
Share:

মন্দিরা বেদী।

স্বামী রাজ কৌশলের মৃত্যুর পর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছেন মন্দিরা বেদী। রবিবার সকালে মুম্বইয়ের রাস্তায় প্রাতঃভ্রমণ করতে বেরিয়েছিলেন অভিনেত্রী-সঞ্চালিকা। তাঁর পরনে ছিল কালো রঙের ট্যাঙ্ক টপ এবং ধূসর রঙের জিম প্যান্ট। করোনা সতর্কতায় মুখে মাস্ক। প্রাতঃভ্রমণে তাঁর সঙ্গী হয়েছিলেন এক মহিলা।

এক পাপারাৎজি ইনস্টাগ্রামে এই ভিডিয়ো পোস্ট করার পরেই মন্তব্য বাক্সে মন্দিরাকে ভালবাসা জানিয়েছেন নেটাগরিকরা।

Advertisement
আরও পড়ুন:

রাজের মৃত্যুর পর পাঁচ দিন পর ইনস্টাগ্রামে ফিরে এসেছিলেন মন্দিরা। আচমকা থেমেছিলেন যেখানে, শুরুও করলেন সেখান থেকেই। রাজের সঙ্গে কাটানোর মুহূর্তের ছবি দিয়েছিলেন তিনি। সেখানে উজ্জ্বল রাজ এবং মন্দিরার হাসিমুখ। সম্ভবত কোনও এক নৈশভোজের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী।

গত ৩০ জুন ভোর চারটের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিক মৃত্যু হয় রাজের। পিতৃতন্ত্রের অনুশাসন ভেঙে স্বামীর মৃতদেহ কাঁধে তুলে নিয়েছিলেন মন্দিরা। নিজেই করেছিলেন মুখাগ্নি। শোক যে তাঁকে সম্পূর্ণ ভাবে থামিয়ে দিতে পারবে না, তা সেই দিনই বুঝিয়ে দিয়েছিলেন অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement