Malvika Raj

কভি খুশি কভি গম-এর সেই ছোট্ট ‘পু’ কে মনে আছে? কী করছেন তিনি এখন?

অভিনয় জগতে হাতেখড়ি কর্ণ জোহর পরিচালিত সিনেমা ‘কভি খুশি কভি গম’-এ।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ জুন ২০১৯ ০৯:৩০
Share:
০১ ১৩

১৯৯৩-এর ১৮ সেপ্টেম্বর মুম্বইতে জন্ম মালবিকা রাজ-এর । অভিনয় জগতে হাতেখড়ি কর্ণ জোহর পরিচালিত সিনেমা ‘কভি খুশি কভি গম’-এ। এই ছবিতে করিনা কপূরের ছোটবেলার চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন খুব সহজেই।

০২ ১৩

২০১০-এ মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নেন মালবিকা। যদিও জয়ীর শিরোপা জোটেনি তাঁর।

Advertisement
০৩ ১৩

বাবা প্রযোজক-পরিচালক ববি রাজ। কিংবদন্তি নায়িকা অনিতা রাজ সম্পর্কে তাঁর পিসি।

০৪ ১৩

‘কভি খুশি কভি গম’-এর পর ২০১৭ সালে তেলুগু ছবি ‘জয়দেব’-এ অভিনয় করে ফের এই জগতে ফিরে আসেন। মূলত পড়াশোনা চালিয়ে যেতেই অভিনয় জগৎ থেকে সাময়িক ভাবে সরে গিয়েছিলেন তিনি।

০৫ ১৩

২০১৫-য় ‘সিওল’-এ মিস এশিয়া খেতাব জেতেন মালবিকা। বর্তমানে মডেলিং-এর পাশাপাশি বিভিন্ন বিজ্ঞাপনেও পরিচিত মুখ তিনি।

০৬ ১৩

গত এপ্রিলে ড্যানি ডেনজংপার ছেলে রিনজিং ডেনজংপার সঙ্গে ‘স্কোয়্যাড’ নামে একটি অ্যাকশন মুভিতে অভিনয় করেন তিনি। তাঁর অভিনীত চরিত্রের নাম ছিল আরিয়া।

০৭ ১৩

মালবিকার ছোটবেলার বন্ধু রিনজিং। দু’জনেই এক স্কুলে পড়াশোনা করেছেন। এত বছর পর দু’জনে একসঙ্গে কাজ করতে পেরে স্বভাবতই উচ্ছ্বসিত ছিলেন ওই জুটি। ওই ছবির শুটিং হয়েছিল বুদাপেস্টে।

০৮ ১৩

স্কোয়্যাড ছবির প্রযোজক নীলেশ সাহা। পরিচালনা করেছেন জ্যোতি কপূর।

০৯ ১৩

সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ‘পু’ রীতিমতো অ্যাক্টিভ।

১০ ১৩

খুব শীঘ্রই বলিউড অভিনেতা ইমরান হাসমির সঙ্গে জুটি বাঁধতে চলেছেন মালবিকা। ছবির নাম ‘ক্যাপ্টেন নবাব

১১ ১৩

বলিউডের গ্ল্যামারাস এই নায়িকা দীপিকা পাড়ুকোনের ভারী ভক্ত। রনবীর কপূরের সঙ্গে ডেটে যাওয়ার স্বপ্ন দেখেন তিনি।

১২ ১৩

রান্না করতে খুবই ভালবাসেন। এ ছাড়া যোগেও রয়েছে অনুরাগ।

১৩ ১৩

বেড়াতে খুবই ভালোবাসেন। সময় পেলেই বেরিয়ে পড়েন। পছন্দের জায়গা ফ্রান্স আর মলদ্বীপ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement