বুধবার শেষ নিশ্বাস ত্যাগ করেন দক্ষিণী ছবির অভিনেত্রী সুবি সুরেশ।
মাত্র ৪১ বছর বয়সে প্রয়াত অভিনেত্রী ও জনপ্রিয় সঞ্চালক সুবি সুরেশ। বেশ কিছু দিন ধরেই লিভারের সমস্যায় ভুগছিলেন তিনি। ভর্তি ছিলেন কোচির এক বেসরকারি হাসপাতালে। অবশেষে বুধবার শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। তাঁর অকালমৃত্যুতে শোকপ্রকাশ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন।
সুবি তাঁর কেরিয়ার শুরু করেন কৌতুকশিল্পী হয়ে। অল্প কয়েক দিনের মধ্যে ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। ‘সিনেমালা’ সুবি বিখ্যাত কমেডি শো, যা দর্শকের মধ্যে বিপুল জনপ্রিয়তা পায়। এ ছাড়াও মালয়ালম ছবিতেও অভিনয় করেছেন তিনি। যার মধ্যে ‘হ্যাপি হাজ়ব্যান্ড’, ‘কনকনাসিমহসনম’-সহ আরও বেশ কিছু উল্লেখযোগ্য ছবি রয়েছে। প্রায় কুড়িটির বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। সুবির মৃত্যুতে শোকের ছায়া মালয়ালম ছবির ইন্ডাস্ট্রিতে। অভিনেত্রীর মৃত্যু তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন জানান, টিভির মাধ্যমে সুবি দর্শকদের মনে একটা জায়গা তৈরি করে নেন। তাঁর ভবিষ্যৎ বেশ উজ্বল ছিল। আরও অনেকটা পথ চলা বাকি ছিল তাঁর।