Anicka Vikhraman

গায়ে কালসিটে, ফোলা চোখের ছবি দিয়ে প্রেমিকের অত্যাচারের কথা জানালেন অভিনেত্রী

সমাজমাধ্যমে নিজের আঘাতপ্রাপ্ত চেহারার একাধিক ছবি পোস্ট করেছেন অনিকা। প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে কী অভিযোগ অভিনেত্রীর?

Advertisement

সংবাদসংস্থা

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৩ ১১:৩১
Share:

প্রেমিকের হাতে অত্য়াচারিত মুখ খুললেন অভিনেত্রী অনিকা বিক্রমন। ছবি: সংগৃহীত।

প্রেমিকের অত্যাচার। মেরে চোখ মুখ ফুলিয়ে দিলেন অভিনেত্রীর। নাম অনিকা বিক্রমন। মালয়ালম ছবির জনপ্রিয় অভিনেত্রী তিনি। সম্প্রতি নিজের প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাইয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন, সমাজমাধ্যমে নিজের আঘাতপ্রাপ্ত চেহারার একাধিক ছবি প্রকাশ্যে এনেছেন অনিকা। নিজের প্রাক্তন প্রেমিকের নামে পুলিশের কাছে এফআইআর দায়ের করেন অভিনেত্রী। নিজের সামজমাধ্যমের পাতায় প্রাক্তন প্রেমিককে নিয়ে কী লিখলেন?

Advertisement

প্রেমিকের অত্যচারে আহত অভিনেত্রী অনিকা। ছবি: সংগৃহীত

কোনও ছবিতে চোখের তলা ফুলে রয়েছে, কোথায় আবার শরীরে কালসিটে দাগ, আবার ঠোঁট ফেটে রক্ত পড়ছে। ক্ষত-বিক্ষত এমনই সব ছবি পোস্ট করে অনিকা লেখেন, ‘‘আমি অনুপ পিল্লাই নামে এক জনের প্রেমে পড়েছিলাম। সে আমাকে গত কয়েক বছর ধরে মানসিক ও শারীরিক ভাবে অত্যাচার করেছে। আমি আমার দুঃস্বপ্নেও ভাবিনি এ এমন মানুষ হতে পারে। প্রথম বার মারধর করার পর আমার পা ধরে ক্ষমা চেয়ে নেয়। দ্বিতীয় বার আমাকে যখন মারে বেঙ্গালুরু পুলিশে অভিযোগ জানাই। এত কিছুর পরও সে আমায় ভয় দেখাচ্ছে।’’ তিনি জানান, প্রতিনিয়ত হুমকি ফোন পাচ্ছেন। অনিকার কথায়, ‘‘আমার ও আমার পরিবারের সম্মানহানির ক্রমাগত চেষ্টা করছে। এ বার থেকে ওঁর অত্যাচারের ছবি পোস্ট করতে শুরু করলাম। যদিও সবটাই অতীত। এখন আগের তুলনায় ভাল আছি।’’

‘বিষমরণ’, ‘এঙ্গা পাত্তান সোথু’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন অনিকা। সুস্থ হয়ে ফের শ্যুটিং করেছেন বলেই জানান অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement