গ্রেফতারি পরোয়ানা থাকলেও আসামি উধাও
মালয়ালি অভিনেত্রীকে যৌন হেনস্থার অভিযোগে বিজয় বাবুর নামে মামলা দায়ের হয়েছিল। তার পর তদন্তে নেমে দক্ষিণী প্রযোজক-অভিনেতার বিরুদ্ধে আরও বেশ কিছু অশালীন আচরণের অভিযোগ উঠে এসেছে। যার মধ্যে মদ্যপান করে বেশ কিছু মহিলাকে যৌন হেনস্থার অভিযোগও রয়েছে। ১৯ মে বিজয়ের পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে বিদেশমন্ত্রক। তাঁর ভিসাও এ বার বাতিল হওয়ার পথে।
যদিও কোচির পুলিশ কমিশনার সিএইচ নাগারাজুর অনুমান, বেগতিক বুঝে আগেই অন্য দেশে পালিয়ে গিয়েছেন বিজয়।
মে মাসের শুরুর দিকেই যৌন হেনস্থার অভিযোগে মামলা রুজু হয়েছিল এই দক্ষিণী অভিনেতা তথা প্রযোজকের বিরুদ্ধে। মালয়ালি এক তরুণীকে ছবিতে সুযোগ করে দেওয়ার টোপ দিয়ে তাঁকে নিপীড়ন করেছিলেন বিজয়, এমনটাই অভিযোগ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিনেতা।
গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর থেকেই কেরল পুলিশ তাঁর খোঁজে তল্লাশি জোরদার করেছে, কিন্তু এখনও বিজয় অধরা।
সম্ভবত সংযুক্ত আরব আমিরশাহিতে চলে গিয়েছেন বিজয়, এমনটাই সন্দেহ করা হচ্ছে। যদি ২৪ মে-র মধ্যে পাসপোর্ট অফিসারের কাছে হাজিরা না দেন, তা হলে অভিনেতার বিরুদ্ধে একটি রেড কর্নার নোটিস দায়ের করা হতে পারে বলে জানিয়েছে কেরল প্রশাসন।