Prithviraj Sukumaran

সেটে গুরুতর আহত খ্যাতনামী তারকা, বন্ধ ছবির শুটিং

আহত মালয়ালম ছবির অন্যতম খ্যাতনামী তারকা পৃথ্বীরাজ সুকমারণ। ছবির সেটেই ঘটে গেল অঘটন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুন ২০২৩ ১৪:৪৭
Share:

মালয়ালম অভিনেতা পৃথ্বীরাজ সুকমারণ। ছবি: সংগৃহীত।

ছবির সেটে অঘটন। আহত মালয়ালম ছবির অন্যতম খ্যাতনামী তারকা পৃথ্বীরাজ সুকমারণ। এই মুহূর্তে অভিনেতা ব্যস্ত ছিলেন ‘বিলায়ৎ বুড্‌ধা’ ছবির শুটিংয়ে। সেখানেই একটি অ্যাকশন দৃশ্যে শুট চলাকালীন ঘটে দুর্ঘটনা। গুরুতর আঘাত পান অভিনেতা। সঙ্গে কোচির এক হাসপাতালে নিয়ে যাওয়া হলে সঙ্গে সঙ্গে অস্ত্রোপচার করা হয়। আপাতত কয়েক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে পৃথ্বীরাজকে।

Advertisement

তবে শোনা যাচ্ছে, কয়েক সপ্তাহ নয় অস্ত্রোপচারের কারণে আপাতত দু’ থেকে তিন মাস সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে অভিনেতাকে। যদিও হাসপাতালের তরফে কোনও রকম আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি অভিনেতা স্বাস্থ্যের বিষয়ে।

পৃথ্বীরাজের পরবর্তী যে দু’টি ছবির প্রস্তুতি চলছে একটি হল ‘কেজিএফ’ পরিচালক প্রশান্ত নীল পরিচালিত ‘সালর’। অন্যটি ‘বড়ে মিয়া ও ছোটে মিয়া’। এই ছবিতে রয়েছেন টাইগার শ্রফ ও অক্ষয় কুমার। দু’টি ছবিতে ধূসর চরিত্রে দেখা যাবে পৃথ্বীরাজকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement