Arjun-Malaika

অর্জুন-মালাইকার তিক্ততা নাকি চরমে! প্রেমিকের জন্মদিনে নিমন্ত্রণ না পেয়ে কী লিখলেন?

অর্জুন-মালাইকার মুখ দেখাদেখি বন্ধ! এ বার অর্জুনের জন্মদিনের দিনই ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুন ২০২৪ ১৯:৪৬
Share:
Malaika Arora Shares cryptic note after skips arjun kapoor birthday

অর্জুন-মালাইকা। ছবি: সংগৃহীত।

মঙ্গলবার মধ্যরাতে জুহুর বাড়িতেই বসেছিল অর্জুন কপূরের জন্মদিন উদ্‌যাপনের আসর। পরিবারের সদস্যরা ছিলেন। এছাড়াও বি-টাউনের বহু তারকা উপস্থিত ছিলেন সেখানে। কিন্তু প্রতি বছর জন্মদিনে যিনি সবার আগে এসে উপস্থিত হতেন, সেই মালাইকা আরোরাই অনুপস্থিত। অর্জুনের জন্মদিনের পার্টিতে মালাইকার অনুপস্থিতিই যেন এ বার তাঁদের বিচ্ছেদের খবরে সিলমোহর দিল। গুঞ্জনটা বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল বলিউডে। এ বার মালাইকা অর্জুনের জন্মদিনে না আসাতেই যেন পরিষ্কার অনেকটা। অনেকেই ইতিমধ্যে এই নিয়ে কানাঘুষো শুরু করেছে। তাহলে কি অর্জুন-মালাইকার মুখ দেখাদেখি বন্ধ! এ বার অর্জুনের জন্মদিনের দিনই ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন অভিনেত্রী।

Advertisement
Malaika Arora Shares cryptic note after skips arjun kapoor birthday

মালাইকার ইনস্টাগ্রাম স্টোরি। ছবি: সংগৃহীত।

গত মাসে বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ার পরে জানা যায়, সম্পর্ক ভাঙলেও নিজেদের মধ্যে বন্ধুত্ব বজায় রাখবেন। কিন্তু এ দিন মালাইকার অনুপস্থিতি দেখে নেটাগরিকরা প্রশ্ন তুলছেন, আদৌ কি দু’জনের মধ্যে আর বন্ধুত্বটুকুও বজায় রয়েছে? এর মাঝেই মালাইকা লেখেন, ‘‘আমি জীবনে এমন মানুষ চাই যাঁদের উপর চোখ বন্ধ করে ভরসা করতে পারব। শুধু তাই নয়, এমন মানুষ যাঁরা আমার পিছনেও একই রকম ব্যবহার করবে।’’

দীর্ঘ পাঁচ বছর সম্পর্কে ছিলেন মালাইকা-অর্জুন। সম্পর্ক কেন ভাঙল, তা-ও স্পষ্ট নয়। যদিও মালাইকার ম্যানেজার সম্পর্ক ভাঙার খবর অস্বীকার করেছিলেন। তবে অর্জুন জন্মদিনের পার্টিতে মালাইকার অনুপস্থিতি যেন নতুন করে উস্কে দিল জল্পনা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement